“অপরাধমূলক মানহানি মামলার বিলুপ্তির প্রয়োজন”, মানহানির মামলা প্রসঙ্গে বড় পদক্ষেপ করার ইঙ্গিত দিল দেশের শীর্ষ আদালত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মানহানির মামলা নিয়ে বড় পদক্ষেপ করার ইঙ্গিত দিল সুপ্রিম কোর্ট ৷ একটি মামলার শুনানিতে এদিন সর্বোচ্চ আদালত জানাল, অপরাধমূলক মানহানির মামলা বিলুপ্ত করার সময় এসে গিয়েছে ৷ এখন সিভিল ও ক্রিমিনাল এই দু’টি ধরনের মানহানি মামলা দায়ের হয় ৷ এবার সেখোনেই বড় ধরনের পরিবর্তন আনার ইঙ্গিত দিল শীর্ষ আদালত ৷

এদিন একটি অনলাইন নিউজ পোর্টালের দায়ের করা মামলা শুনছিল সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুর্দেশ ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে ৷ সেই মামলাতেই উঠে এল বিষয়টি ৷ ঘটনার সূত্রপাত কয়েক বছর আগে ৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক অমিতা সিং ২০১৭ সালে দিল্লির একটি আদালতে এই পোর্টালের বিরুদ্ধে মামলা দায়ের করেন ৷ তাঁর অভিযোগ ২০১৬ ওই পোর্টালে একটি প্রতিবেদন প্রকাশিত হয় ৷ তাতে তাঁর চরম মানহানি হয়েছে ৷ এরপর নিম্ন আদালত ওই প্রতিবেদনের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সম্পাদক-সহ কয়েকজনকে তলব করে ৷ এই নির্দেশের বিরোধিতা করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে ফাউন্ডেশন অফ ইন্ডিপেনডেন্ট জার্নালিজিম ৷ এই সংস্থাই ওই নিউজ পোর্টালটি পরিচালন করে ৷ এদিন শুনানির একটি অংশে বিচারপতি এমএম সুর্দেশ বলেন, “আমার মনে হয়, এখন এমন একটা সময় এসে গিয়েছে যেখানে আমাদের অপরাধমূলক মানহানির মামলার বিষয়টি বিলুপ্ত করে দেওয়া উচিত ৷” নিউজ পোর্টালের তরফে সওয়াল করছেন প্রবীণ আইনজীবী কপিল সিবাল ৷ তিনিও বিচারপতির এই মন্তব্যকে সমর্থন করেন ৷

এর আগে গতবছর শীর্ষ আদালত জানায় সম্পাদক-সহ বাকিদের নিম্ন আদালতে হাজিরা দিতে হবে না ৷ পাশাপাশি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে আরও একবার প্রতিবেদনটি খতিয়ে দেখতে বলে আদালত ৷ বিচারপতিরা জানান, সম্পূর্ণ বিষয়টি আবারও খতিয়ে দেখে ম্যাজিস্ট্রেট ঠিক করবেন সম্পাদক-সহ বাকিদের তলব করা দরকার কি না ৷ এরপর প্রতিবেদনটি খতিয়ে দেখে চলতি বছরের জানুয়ারি মাসে আবারও ওই ব্যক্তিদের তলব করার সিদ্ধান্ত নেন ম্যাজিস্ট্রেট ৷ এমনই আবহে এদিন শুনানি হল সর্বোচ্চ আদালতে ৷ সিভিল ও ক্রিমিনাল এই দু’ধরনের মানহানির মামলার মধ্যে কয়েকটি মৌলিক পার্থক্য আছে ৷ দেওয়ানি মানহানির ক্ষেত্রে কোনও ব্যক্তির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হল তাঁকে আদালত জরিমানা দেওয়ার নির্দেশ দিতে পারে ৷ কিন্তু ফৌজদারি মামলার ক্ষেত্রে দোষীর কারাবাসের মতো সাজা হতে পারে ৷ এবার দীর্ঘদিন ধরে চলে আসতে থাকা এই ব্যবস্থায় পরিবর্তন আনার ইঙ্গিত দিল আদালত ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *