অপেক্ষায় সাধারণ মানুষ, সামনে চলে এলো শিলিগুড়ি হাসপাতালের হতশ্রী চেহারা
শিলিগুড়ি: সকাল থেকেই ভিড় বেড়েই চলছে হাসপাতালের সামনে। বন্ধ আউটডোর এবং ইমারজেন্সি। অনেক দূর দূর থেকে মানুষ সকালবেলায় চলে আসেন হাসপাতাল প্রান্তরে, এবং এসে দেখছেন হাসপাতাল বন্ধ। চিকিৎসা হবে না, অনেক দূর থেকেই রোগীরা এসে ফিরে যাওয়ার হতাশ তারা এবং তাদের পরিজনেরা। এক রোগী জানান কোন রকমের টাকা জোগাড় করে চিকিৎসা করাতে হাসপাতালে আসি, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিল চিকিৎসা হবেনা । দিনের পর দিন এই ভাবেই চলছে পরিষেবা , অথচ কিছুই করছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। যাদের নিয়ে আসি তারা অসুস্থ চিকিৎসা প্রয়োজন, আমাদের অত টাকা পয়সা অর্থ নেই যে ভালো জায়গায় গিয়ে চিকিৎসা করাবো।
এদিকে অনেক রোগীই জানান দিনের পর দিন হাসপাতাল এবং মেডিকেল কলেজের আশায় থেকে তারা ফিরে যাচ্ছেন, হাসপাতাল ও মেডিকেল কলেজের দুই চিকিৎসক জানান আমাদের পক্ষে কিছুই করার নেই, আমরা জানি নানাভাবে নানা দিক থেকে সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু আমরা তার কিছুই সমাধান করতে পারছি না। আমাদের কাজ পরিষেবা দেওয়া সেটা আমরা ভালোভাবে বুঝি কিন্তু যেভাবে আমাদের ছোট বোনকে মানসিকভাবে অত্যাচারিত করা হলো তাতে আমাদের মন ভেঙে গেছে, পরিষেবা দেওয়ার ইচ্ছেও চলে গেছে। আন্দোলন চলবে, চলছে, অন্যদিকে বিপাকে পড়া রোগীরা জানিয়েছেন তারা কোথায় যাবেন? ঠিক করে দিক হাসপাতাল কর্তৃপক্ষ। সব মিলে এক দিশাহীন ভবিষ্যতের দিকে চিকিৎসা ব্যবস্থা।