অবশেষে কড়া পদক্ষেপ রাজ্যের, এবার থেকে কোনো বেসরকারি হাসপাতাল ফেরাতে পারবে না স্বাস্থ্যসাথীর রোগীদের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সরকারি হাসপাতাল ফেরালে বেসরকারি হাসপাতালে যেতে হলে মধ্যবিত্ত পরিবারের মানুষজনের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। এনিয়ে বহু বিতর্ক হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় চিকিৎসা করতে বহু বেসরকারি হাসপাতালের প্রবল আপত্তি। এনিয়ে রাজ্যের ৪৭টি বড় বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের সঙ্গে বৈঠকে বসে রাজ্য স্বাস্থ্য কমিশন। সেই বৈঠকে বহু বেসরকারি হাসপাতাল জানিয়েছে, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের খরচের সীমা বেঁধে দেওয়া উচিত।

চিকিৎসার খরচ নিয়ে স্বাস্থ্য কমিশনের বক্তব্য় হল এনিয়ে উচ্চস্তরেও ভাবনাচিন্তা চলছে। পরীক্ষামূলক ভাবে ওষুধ, শারীরিক পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা সামগ্রী দামের পুনর্বিবেচনা করার আবেদন রাজ্য স্বাস্থ্য কমিশনের। এদিকে নিউটাউনের রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে এক বৈঠকে স্বাস্থ্য কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে বিভিন্ন ধরনের টেস্টের যে দাম ধরা হয় তার মূল্য় পুনর্বিবেচনা করা হোক। ওষুধের দাম ঠিক করা হোক। পাশাপাশি চিকিৎসা সামগ্রীর দামও ঠিক করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *