অবশেষে কলকাতা মেট্রোর এক কঠিন পদক্ষেপ ‘বেয়াড়া’ যাত্রীদের ‘শবক’ শেখাতে
বেস্ট কলকাতা নিউজ : শহর কলকাতার পাশাপাশি শহরতলীর অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া এবং অন্যান্য কাজে যাওয়া বড় অংশের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হল মূলত কলকাতা মেট্রোরেল । যাত্রী পরিষেবা আরও বেশি মসৃণ করতে মেট্রোরেল কর্তৃপক্ষ নানা সময়ে দারুণ সব পদক্ষেপ করে যাচ্ছে। তবে এরই মধ্যে যাত্রীদের একাংশের চূড়ান্ত অসহযোগিতাও নজর এড়াচ্ছে না। বিনা টিকিটে মেট্রোয় ভ্রমণের বেশ কিছু নজির গত কয়েক মাসে দেখা গেছে। ‘বেয়াড়া’ যাত্রীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থাও নিয়েছে মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ।
এদিকে কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিভিন্ন স্টেশনে গত কয়েক মাসে একাংশের যাত্রী বিনা টিকিটে যাতায়াত করেছেন। বিষয়টি মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসতেই তড়িঘড়ি দুরন্ত পদক্ষেপ শুরু হয়েছে। বিভিন্ন স্টেশনে নজরদারি যেমন বেড়েছে, তেমনই ‘বেয়াড়া’ যাত্রীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়াও শুরু হয়েছে।
গত কয়েক মাসে মেট্রোরেলের টিকিট চেকিং স্কোয়াড টিকিটবিহীন ভ্রমণের জন্য ১৭৫ জন যাত্রীকে জরিমানা করেছে। কলকাতা মেট্রো রেলের তরফে রীতিমতো বিবৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। মেট্রোরেলের তরফে আরও আবেদন করা হয়েছে, যাত্রীদের যথাযথ ভ্রমণ পরিষেবা দিতে এবং মেট্রো রেলওয়ে স্টেশন চত্বর এবং ট্রেনের পরিছন্নতা বজায় রাখতে কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার অনুরোধ করা হচ্ছে। বিনা টিকিটে মেট্রোরেলে চড়ার ব্যাপারে বারবার সতর্ক করা হচ্ছে যাত্রীদের। তবে এই ধরনের প্রবণতা বন্ধেও কলকাতা মেট্রোরেল সদা-সতর্ক ভূমিকাও পালন করছে। মেট্রোরেলে বিনা টিকিটে ভ্রমণ বন্ধ করতে ব্যাপক টিকিট চেকিং ড্রাইভ চালু করেছে সংস্থা।
ক্রমশ দিন যত এগোচ্ছে কলকাতা মেট্রো যাত্রী স্বার্থে মসৃণ পরিষেবায় আরও বেশি তৎপরতা নিচ্ছে। টিকিট কাটা থেকে শুরু করে ট্রেনের কামরায় ভ্রমণ আরও বেশি যুগোপযোগী করে তোলা হচ্ছে। অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহারে একদিকে যেমন যাত্রীদের স্বাচ্ছন্দ্য বেড়েছে তেমনই মেট্রোর ভাঁড়ারে আয়ও বেড়েছে। তবে একাংশের যাত্রীদের অসহযোগিতার কারণে বারবার পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি করছে। তবে এক্ষেত্রেও বিনা টিকিটের যাত্রীদের চিহ্নিত করে তাদের জরিমানার মতো কঠিন পদক্ষেপ করছে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।