অবশেষে কাজ হল রাজ্যের ক্রমাগত চাপেই, শেষমেশ ধর্মঘট তুলে নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি
বেস্ট কলকাতা নিউজ : প্রত্যাহার কর্মবিরতির সিদ্ধান্ত। বুধবার রাত থেকে আগের মতোই হিমঘর থেকে আলু বের হবে ও বাজারেও সরবরাহ করা হবে। রাজ্য সরকারের চাপে পিছু হঠে শেষমেশ এই সিদ্ধান্তই নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে বেচারহাটে আলু ব্যবসায়ী সমিতির কার্যালয়ে দীর্ঘক্ষণ বৈঠক শেষে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই কথাই জানিয়ে দেওয়া হল। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এমন সিদ্ধান্ত নেওয়ার বাঙালির পাতে আলু নিয়ে আর কোনও দুঃশ্চিন্তা রইল না।
প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতির ডাক দেওয়ায় খোলা বাজারে চড়ে গিয়েছিল আলুর দাম । মঙ্গলবার সকালেও খোলা বাজারে চড়া দামেই আলু বিক্রি হয়। বর্ধমানের পুলিশ লাইন বাজার থেকে স্টেশন বাজার কিংবা নীলপুর বাজার সব জায়গাতেই খোলা বাজারে জ্যোতি আলু বিক্রি হয়েছে ৩৬ টাকা কিলো দরে। চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কিলো দরে। বাজারের খুচরো বিক্রেতারা জানান, সোমবারেও তাঁরা আলু বিক্রি করেছেন ৩২ টাকা কেজি দরে। তবে মঙ্গলবার আলুর জোগান কমে যায়। বস্তায় ২০০ টাকা বেশি দামে আলু কিনতে হয়। তাই আলু বিক্রির দাম বেড়ে যায়। এদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আগেই হুঁশিয়ারি দিয়েছিল সীমান্ত না খুললে তারা ফের থেকে কর্মবিরতিতে সামিল হবেন। সেই মত এদিন হিমঘর থেকেও আলু বের হয়নি। এদিন স্তব্ধ থাকে হিমঘরের ব্যস্ততা। পূর্ব বর্ধমান জেলায় কোনও হিমঘর থেকে কার্যত আলু এদিন বের হয়নি। এদিকে খুচরো ব্যবসায়ীরা জানান, বাজারে আলুর জোগান কমে গিয়েছে। প্রতি বস্তায় ২০০ টাকা বেশি দাম দিয়ে আলু কিনতে হচ্ছে। তাই বাজারে আলু বিক্রি হচ্ছে ৩৬ টাকা কিলো দরে। চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে বাজারে ৪০ টাকায়।