অবশেষে কিনারা আসানসোলের গুলিকাণ্ডের, খুন স্ত্রীর ইন্ধনে, গ্রেফতার ৪ জন
বেস্ট কলকাতা নিউজ : এবার পুলিস আসানসোলের কুলটি থানার সাঁকতোরিয়া ফাঁড়ির অন্তর্গত শীতলপুর তুলসী হিড় এলাকায় পরেশ মারান্ডির খুনের ঘটনায়গ্রেফতার করলো তাঁর স্ত্রী মঙ্গলা মারান্ডি এবং তাঁর মেয়ের প্রেমিক সহ মোট ৪ জনকে।
জানা গেছে ,কুলটি থানার পুলিস কিনারা করে এই এলাকার এক ঝুপড়িতে শুটআউটের ঘটনায়। মৃতের নাম পরেশ মারান্ডি। পুলিসের কাছে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো খুনের ঘটনার কিনারাতেই । এই খুনের নেপথ্যে অভিযোগ উঠেছে পরেশ মারান্ডির স্ত্রী মঙ্গলা মারান্ডির ইন্ধনে খুন করা হয় বলে। আড়াই লক্ষ টাকার বিনিময়ে শার্প সুটার দিয়ে খুন করানো হয় বলেও খবর মিলেছে । তবে শার্প সুটার খুনের পর বিহারে পালিয়ে যায় এই ঘটনায় । এই গুলি কাণ্ডের ঘটনায় অভিযুক্ত এক মহিলা সহ মোট চারজনকে গ্রেফতার করে কুলটি থানার পুলিস । শুক্রবার আসানসোল আদালতে পাঠানো হয় অভিযুক্তদের। পুলিস ঘটনার তদন্তে নেমেছে ।জানা গেছে ধৃতরা হল মেয়ের প্রেমিক,বছর ২১ শের বিশাল পাসোয়ান, বছর ২৬ শের সন্দীপ নোনিয়া এবং মৃতের স্ত্রী মঙ্গলা মারান্ডি।