অবশেষে খুলল শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে যাওয়া ডুয়ার্সের চ্যাংমারি চা বাগানের তালা
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে খুলে গেল মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের চ্যাংমারি চাবাগান। এই চা বাগান ফের খুলে যাওয়ায় খুশির হাওয়া শ্রমিকদের মধ্যেও। এশিয়ার বৃহত্তর এই চাবাগান গত ১০ই মার্চ বন্ধ হয়ে যায় শ্রমিক মালিক অসন্তোষের কারণে। বাগান খোলার জন্য কোন সমাধান সুত্র বের হয়নি জলপাইগুড়িতে বৈঠক হলেও। আর এতেই এই বাগানের প্রায় পাঁচ হাজার শ্রমিক চরম বিপাকে পড়ে যান। এরপর রবিবার শিলিগুড়িতে ত্রিপাক্ষিক বৈঠক হয়। বৈঠককেই বাগান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ সোমবার থেকে এই চা বাগান ফের খুলে গেল । সকাল সকালই কাজে যোগ দেন শ্রমিকরা। বাগানে কাজে যাওয়ার আগে তাঁরা মিটিং করেন এমনকি বাগানের গেটে। এদিকে সবাই একরকম খুশি ভোটের মুখে বাগান খুলে যাওয়ায়। মালিকপক্ষ আশ্বাস দিয়েছে শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা চলবে এবং দাবি পুরণের সমস্ত চেষ্টা করা হবে বলেও। পাশাপাশি শ্রমিকদের আবেদন জানানো হয়েছে মালিকপক্ষের দিকটি দেখার জন্য। আজ তৃণমুল কংগ্রেস পরিচালিত চা শ্রমিক সংগঠন বাগানের গেটে শ্রমিকদের নিয়ে গেট মিটিং করে।সবাই এরপর কাজে যায়।