অবশেষে ছাড় রাতের বিধিনিষেধে , এবার চন্দননগরে নাইট কার্ফু উঠল জগদ্ধাত্রী পূজা -তেও
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে চন্দননগরে বিধিনিষেধে ছাড় দেওয়া হল জগদ্ধাত্রী পুজোর রাতে। তুলে নেওয়া হল এমনকি নাইট কার্ফুও। প্রশাসন সব রকম বিধিনিষেধ তুলে নিল অষ্টমী-নবমীর রাতে। অর্থাৎ কোনও নাইট কার্ফু থাকছে না ১২ নভেম্বর এবং ১৩ নভেম্বর রাতে। এছাড়াও হুগলি এবং নদিয়া জেলায় রাতের বিধিনিষেধে বিশেষ ছাড় দেওয়া হয়েছে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। ফলে সাধারণ মানুষ ঠাকুর দেখতে পারবেন সারা রাত ধরে। ছট পুজো উপলক্ষে রাজ্য সরকার ১০ নভেম্বর এবং ১১ নভেম্বর আগেই নাইট কার্ফু শিথিল করেছে। ওই দু’দিন ষষ্ঠী এবং সপ্তমী। ফলে জগদ্ধাত্রী ঠাকুর দেখা যাবে ১০ এবং ১১ নভেম্বর রাতেও।
এদিকে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে নাইট কার্ফু বহাল থাকবে সরকারি নির্দেশিকা মেনে। সোমবার সাংবাদিক বৈঠক করে চন্দননগরের পুলিশ কমিশনার অর্ণব ঘোষ এমনটাই জানিয়েছিলেন। এমনকি তিনি ঘোষণা করেন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু বহাল রাখার কথাও। এরপরই ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে চন্দননগরের নাগরিক সমাজের মধ্যে। এমনকি অনেকেও ক্ষোভ উগরে দেন সোশ্যাল মিডিয়ায়। এদিকে নাইট কার্ফু কিছুটা শিথিল করারও দাবি তোলে জগদ্ধাত্রী পুজো কমিটিগুলিও। আর্জি যায় এমনকি পুলিস-প্রশাসন এবং বিধায়ক ইন্দ্রনীল সেনের কাছেও। যেহেতু জগদ্ধাত্রী পুজো চন্দননগরের সবচেয়ে বড় উৎসব, সেজন্য দাবি ওঠে নাইট কার্ফু তোলারও। প্রশাসন অবশেষে মঙ্গলবার সব রকম বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিল সেই দাবি মেনে নিয়েই।