অবশেষে পাল্টে গেল চেহারা, শিয়ালদহ ডিআরএম বিল্ডিং সামনে এলো এক নতুন রূপে
বেস্ট কলকাতা নিউজ : শুধুমাত্র শিয়ালদহ স্টেশন নয়, আলোকসজ্জায় সাজিয়ে তোলা হল স্টেশনের পাশে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) বিল্ডিংকেও। এই বিল্ডিং বা বাড়ি থেকেই পরিচালনা করা হয় ভারতীয় রেলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ডিভিশনকে। বিল্ডিংয়ে বিভিন্ন জায়গায় বিদ্যুতের আলোর ছটায় বাড়িয়ে তুলেছে এর রূপ।

কলকাতার প্রাণকেন্দ্রে দেশের অন্যতম ব্যস্ত এই স্টেশন দিয়ে প্রতিদিন যাতায়াত করেন ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী। যা একক স্টেশন হিসেবে দেশের মধ্যে সবচেয়ে বেশি। মেল বা এক্সপ্রেস ট্রেন ছাড়াও ৯৫০টি ইএমইউ এবং মেমু ট্রেন এই ডিভিশনে যাতায়াত করে। রাজ্যের মধ্যে এই স্টেশন জুড়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং হাওড়া ও হুগলির কিছু অংশকে। স্টেশন থেকে বেরিয়েই পাওয়া যায় মেট্রোরেলের সুবিধা। যা আপাতত সেক্টর ফাইভ পর্যন্ত গেলেও অদূর ভবিষ্যতেই যাওয়া যাবে হাওড়া ও ধর্মতলা-সহ কলকাতার বিভিন্ন অংশে। ইতিমধ্যেই ‘অমৃত ভারত স্টেশন প্রজেক্ট’-এর মাধ্যমে এই ডিভিশনে পরিকাঠামোর নানা দিকগুলি উন্নত করে তোলা হয়েছে। শিয়ালদহ স্টেশনের ক্ষেত্রে নেওয়া হয়েছে একের পর উন্নয়নমূলক পদক্ষেপ। যার পিছনে এই ডিভিশনের ডিআরএম দীপক নিগমের অবদান অনস্বীকার্য বলেই এই ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।