অবশেষে পুলিশ নামলো ট্যাব কেলেঙ্কারির শিকড়ের খোঁজে , এবার এক বড়সড় পদক্ষেপ মূল মাথার সন্ধানে!
বেস্ট কলকাতা নিউজ : মালদায় ট্যাব প্রতারণা চক্রের নাগাল পেতে এবার সিট গঠন করল মালদা জেলা পুলিশ। এসপি ডিআইবি ও অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টারের নেতৃত্বে গঠন করা হলো সিট। এখনও পর্যন্ত ট্যাব কেলেঙ্কারিতে পাঁচটি মামলা রুজু করা হয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুরের দুটি স্কুল, হবিবপুরের দুটি এবং গাজোলের একটি স্কুলের লিখিত অভিযোগের ভিত্তিতে এই মামলা অজু করা হয়েছে।
ট্যাব কেলেঙ্কারি নিয়ে তোলপাড় রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য টাকা পাঠায় সরকার। সেই টাকা যায় পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই টাকা নিয়েই পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে। পূর্ব বর্ধমান থেকে শুরু করে মালদা, দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলায় ট্যাবের টাকা নিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। পূর্ব বর্ধমান জেলা পুলিশ সম্প্রতি মালদার বৈষ্ণবনগরে অভিযান চালিয়ে ট্যাব দুর্নীতিতে যুক্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন এক তৃণমূল নেতার ছেলে। এমনকী ট্যাব দুর্নীতিতে বিহার ও ঝাড়খণ্ডের যোগসূত্র পেয়েছে পুলিশ।
মালদা জেলা পুলিশ তদন্তে নেমে ফ্রিজ করেছে ১৮১ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, কীভাবে অ্যাকাউন্ট লগ ইন করে ডেটা ও পাসওয়ার্ড শেয়ার করা হয়েছে সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। তারই পাশাপাশি যে অ্যাকাউন্টগুলিতে টাকা ঢুকেছে সেই অ্যাকাউন্টগুলির ডিটেলস সংগ্রহ করা হচ্ছে।
অ্যাকাউন্টগুলি কার নামে রয়েছে? তিনি কোন এলাকার বাসিন্দা, তাঁদের KYC-সহ সমস্ত তথ্য সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কারও নামে লিখিত অভিযোগ হয়নি। পুলিশ সুপার বলেন, “আশা করছি আগামী দুই দিনের মধ্যেই সমস্ত তথ্য এবং অন্য অ্যাকাউন্টে কীভাবে টাকা চলে গেল তার আইপি রেজুলেশন আমরা পেয়ে যাব। তারপরে সমস্ত বিষয় পরিস্কার হবে।”