অবশেষে মুখ্যমন্ত্রীর প্রস্তাব গ্রহণ INDIA জোটের, বিরোধীরা নির্বাচন কমিশন ঘেরাও করতে চলেছে আগামী সপ্তাহেই
বেস্ট কলকাতা নিউজ : তৃণমূল কংগ্রেসের দেখানো পথেই হাঁটতে চলেছে ইন্ডিয়া জোট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতোই নির্বাচন কমিশনের অফিস ঘেরাও এবং অবস্থান বিক্ষোভ করবে বিরোধী দলগুলি। উল্লেখ্য, ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনের বিরুদ্ধেই সুর চড়িয়েছে বিরোধীরা। সংসদে প্রতিদিনই তারা একজোট হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, স্লোগান দিচ্ছেন। বিরোধী ইন্ডিয়া জোটের এই বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেসও। এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই বলেছিলেন, বাংলায় এসআইআর-এ বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব গ্রহণ করল ইন্ডিয়া জোটের নেতারাও।

আজ, বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠকে রাহুল গান্ধীর উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব পেশ করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। এমনকি প্রস্তাব গ্রহণও করেছেন ইন্ডিয়া জোটের নেতারা। কমিশন ঘেরাও কর্মসূচিতে সামিল হবেন ইন্ডিয়া জোটের সব সাংসদরা। আগামী সপ্তাহের এই ঘেরাও কর্মসূচি হতে পারে বলে জোট সূত্রে জানা গেছে । অন্যদিকে, গতকাল সংসদ চত্বরে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “SIR হল সাইলেন্ট ইনভিসিবল রিগিং ”। এবার এই মর্মে কমিশন ঘেরাও-এর জন্য পোস্টারও তৈরি করে ফেলল তৃণমূল। তাদের দাবি, ইন্ডিয়া জোটের অন্যদলগুলিও এই পোস্টার ব্যবহার করবে।