অবশেষে শিলিগুড়িতে শুরু হল পুরসভার তরফে ন্যায্য মূল্যে সবজি বিতরণ
শিলিগুড়ি : শিলিগুড়িতে শুরু হয়েছে পুরসভার ন্যায্য মূল্যে সবজি বিতরণ। মূলত শিলিগুড়ির মোট সাতটি প্রধান জায়গা থেকে এই ন্যায্য মূল্যে সবজি বিতরণ করা হবে জনগণের মধ্যে। ইতিমধ্যেই শিলিগুড়িতে শুরু হয়ে গেছে ন্যায্য দামে সবজি বিতরণ। ক্রেতাদের চোখ ছিল আলু পেঁয়াজ এবং টমেটো দিকেই। এদিন সকালে ব্যাগ হাতে নিয়ে সাধারণ মানুষ ভিড় করেন পুরসভা পরিচালিত ন্যায্য মূল্যের সবজি বিক্রির দোকান। সবচাইতে বেশি বিক্রি হচ্ছে আলু এবং পেঁয়াজ। জানা গেছে আলু ২৪ এবং পেঁয়াজ ৩৮ টাকা করে বিক্রি হচ্ছে এছাড়াও কাঁচা লঙ্কা ৬০ টাকা করে বিক্রি করা হচ্ছে। শিলিগুড়ি হায়দার পাড়া তৃণমূল কাউন্সিলর পিংকি সাহা নিজে উপস্থিত না থাকলেও মূলত তার উদ্যোগেই বিক্রি হচ্ছে ন্যায্য মূল্যের সবজি। এদিকে ক্রেতারাও জানিয়েছেন প্রায় তিনগুণ দাম দিয়ে সবজি কিনতে কিনতে তারা ক্রমশ হাপিয়ে গেছেন। তাই সরকারি এই সিদ্ধান্তে তারা উপকৃতই হবেনই। তবে এদিন শুধু শহর শিলিগুড়ি নয় জলপাইগুড়ি আলিপুরদুয়ারেও বিক্রি শুরু হয় ন্যায্য মূল্যে সবজির এবং ক্রেতারাও ক্রমশ ভিড় করেন ন্যায্য মূল্যে সবজি কিনতে।