অবশেষে NDRF টিম ভারতে ফিরল ভূমিকম্প বিধস্ত তুরস্ক থেকে, সফল হল অপারেশন দোস্ত
টানা ১০ দিন পর তুরস্ক থেকে ভারতে ফিরল এনডিআরএফ-এর দল। তুরস্ক আর সিরিয়ার ভূমিকম্পে এখনো পর্যন্ত প্রায় ৪১ হাজারের বেশি মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই সংখ্যা আরো বাড়তে পারে। তুরস্ককে সাহায্য করার জন্য এগিয়ে যায় ভারতের এনডিআরএফ টিম। তারা দেশে ফিরে এসেছে। ডগ স্কোয়াডের সদস্য রেমবো, হানিও এই দলে রয়েছে। অপারেশন দোস্তকে সফল করার জন্য এনডিআরএফ এর কর্মকর্তারা ভারতে ফিরে আসা এনডিআরএফ জওয়ানদের আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। জওয়ানদের পাশাপাশি তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে উদ্ধারকার্যে সহায়তা করেছিল ভারতের চারটি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর গুলি