অল্প বয়সীদের কাছে হিংসার কারণ হয়ে উঠেছেন দার্জিলিং জেলা খো খো অ্যাসোসিয়েশনের সভাপতি মিনতি সেন
নিজস্ব সংবাদদাতা : দার্জিলিং জেলা খো খো অ্যাসোসিয়েশনের সভাপতি মিনতি সেন সত্তরের উপরে বয়স তার, কিন্তু এই বয়সেও সামলাচ্ছেন এক দায়িত্ব পূর্ণ পদ। তিনি জানিয়েছেন আমি মনে করি না, বয়স মানুষের জীবনে কোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বয়স একটা সংখ্যা মাত্র, শরীর এবং মন যদি সতেজ থাকে , শরীর যদি সুস্থ থাকে , সব কাজ করা সম্ভব। আমি ব্যক্তিগতভাবে ভাব মনে করি আমার দায়িত্ব শুধুমাত্র আমাকেই পালন করতে হবে। সেখানে আমি অসুস্থ এবং আমার বয়স হয়ে গেল, এটা কোন ম্যাটার করে না। কিভাবে করছেন তিনি এতকিছু? মিনতি সেন জানালেন সব কিছুই করতে হয়। অত চিন্তা করলে কোন কাজ হয় না, তাছাড়া খেলাধুলার একটা আলাদা গুরুত্ব আছেই। এই যে ছোট ছোট মেয়ে গুলো, সবকিছু ভুলে খেলতে নেমেছে খেলাকে ভালবেসেছে এটা অনেক। আমি সেই কারণে গভীরভাবে চিন্তা করে এখনো চালিয়ে যাচ্ছি এই কাজটা। আমি কিছু মাথায় রাখি না, আমার দুই মেয়ে বড় হয়েছে তারা তাদের জীবনে প্রতিষ্ঠিত। আমি তাদের নিয়েও যথেষ্ট গর্বিত, জানালেন তিনি। তারাই হচ্ছেন আমার অনুপ্রেরণা, আমার সবকিছু।
মিনতি সেন আরো জানান আমি ছোটবেলা থেকেই খেলাধুলা ভালোবাসি। আর খেলাধুলার দায়িত্ব নিতে ভালোবাসি। তাই কোন অসুবিধা হয় না। বছরের পর বছর ধরে, আমি সামলে যাচ্ছি এই গুরুত্বপূর্ণ পদ, এখান থেকে আমি সামনের দিকে তাকাতে চাই । যতদিন আমি এই পদে থাকবো, দায়িত্ব সহকারে এই কাজ করে যাবো প্রত্যয়ি তিনি। তাইতো এত বয়স হয়ে গেল তাও তিনি তার কাজ সফলভাবে করে যাচ্ছেন।