আই সি সি বিশ্বকাপে ভারতের অসাধারন জয় এর অন্যতম কান্ডারী হল শিলিগুড়ির রিচা ঘোষ
নিজস্ব সংবাদদাতা : ১৬ বলে ২৬ রান রানটা হয়ত এমন কিছু না, কিন্তু ওই রান প্রমান করে দিল রিচা কেমন খেলোয়াড়। এই রান তাকে ভবিষ্যৎ এ হয়ত অনেক দুরে নিয়ে যাবে। রিচা প্রমান করে দিলেন তিনি দুই দিনের জন্য আসেন নি, ঋদ্ধিমান সাহা এবং রিচা ঘোষ শিলিগুড়ির দুইজন উজ্জ্বল নক্ষত্র। তারা তাদের খেলাকে নিয়ে এবং দিয়ে শিলিগুড়ির মান বিশ্বের দরবারে উঠিয়ে দিয়েছেন।

এমনকি যার প্রমান দিয়েছেন রিচা এদিন এক ছোট অথচ অসাধারন ব্যাটিং করে। বরাবর লড়াকু রিচা, হেরে যেতে যে তিনি আসেন নি তার প্রমান তিনি দিয়েছেন বারবার, ভারতের হয়ে একের পর এক ইনিংস খেলে চলেছেন তিনি, জেমিমা, হার্মানপ্রিত এর মাঝে তিনি হারিয়ে যান নি, এদিনের অসাধারন ম্যাচ এর পরে রিচা জানান তার রান পাওয়া না পাওয়া কোনো ব্যাপার নেই, তার ওই রান তার দেশকে জিতিয়ে দিয়েছে এই টুকুই যথেষ্ট। ভবিষ্যৎ এ এই ধরনের ইনিংস তিনি আবার খেলতে চান।এদিন ম্যাচ এর পরে রিচা স্বাভাবিক ভাবেই উচ্ছাস প্রকাশ করেছেন তার বাবা মায়ের সাথে। শিলিগুড়ির রিচা যে কারো থেকে কম নয় এটাও তিনি প্রমান করে দিয়েছেন। আর তিনি দেখিয়ে দিলেন উত্তরবঙ্গ থেকেও ভারতের হয়ে প্রতিনিধিত্ত করা যায়।

