আগামীদিনে পর্যটন জনপ্রিয় হবে উত্তরবঙ্গে, এমনটাই জানালেন শিলিগুড়ির বিশিষ্ট পর্যটন ব্যক্তিত্ব সুভাষ সরকার
শিলিগুড়ি : আগামীদিনে উত্তরবঙ্গ পর্যটন শিল্পে নতুন ইতিহাস তৈরী করবে বলে জানালেন শিলিগুড়ির এক বিশিষ্ট পর্যটন ব্যক্তিত্ব সুভাষ সরকার। শিলিগুড়ির বিখ্যাত একটি রিসোর্ট এর মালিক তিনি। জানালেন করোনার পরে মানুষ কিছুটা ভীত এবং ঘরকুনো হয়ে গেছে বটে তবে মানুষ আবার বেড়িয়ে পড়বে বাড়ি থেকে। আমরা বাঙ্গালীরা বরাবরই বেড়াতে পছন্দ করি।জানিয়ে দিলেন তিনি। তিনি আরো জানালেন করোনার পরে মানুষ ঘোরা অনেকটা কমিয়ে দিয়েছে ঠিকই,তবে মানুষ আবার বেড়িয়ে পড়বে বাইরে। তার রিসোর্ট মাঝে একেবারেই ফাকা চলছিল তবে আবার ভীষন ভীড় হচ্ছে বলে জানালেন তিনি। তিনি আরো জানালেন মানুষ সিকিম এবং দার্জিলিং ছেড়ে এখন সমতলে থাকতেই পছন্দ করছেন বেশী। কলকাতা থেকে বহু মানুষ আসছেন এবং সিকিম এবং দার্জিলিং এ না গিয়ে এই সব জায়গাতেই থাকতে পছন্দ করছেন। একটু শান্তি চান মানুষ , সুভাষ সরকার আরো জানান বর্তমানে বন্যা, ধস এবং রেল দুর্ঘটনায় মানুষ অনেকটাই ভীত। ভীত থাকাই স্বাভাবিক, কারন মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছে। এই সময় কেউ পাহাড়ে উঠতেই চাইবে না বলে জানান সুভাষ সরকার।
তিনি আরো জানান আমি চেষ্টা করি আমার যতটা সম্ভব ভাড়া কমিয়ে রাখতে যাতে মানুষ এসে শান্তিতে থাকতে পারে। একবার ঘুরে গেলে আবার আসবেন তারা যদি এসে শান্তি পান । আর সেখানেই আমার উদ্দেশ্য সফল হবে। তিনি এও জানান আমার রিসোর্ট এর প্রাকৃতিক সৌন্দর্য আশেপাশের জায়গা দেখবার মতন। যে একবার আসবেন সে বারে বারে আসবেন বলে জানান সুভাষ সরকার। তিনি এও বলেন আমিও এখানে থেকে রাতের সৌন্দর্য উপভোগ করি, ভালই লাগে। আমার আরো ইচ্ছে আছে চেষ্টা আছে দেখা যাক ভগবান কতখানি সাহায্য করেন আমাকে। আমি অপেক্ষায় থাকবো।