আগামী বছর বিধানসভা ভোট, জয়লাভ করতে গেলে প্রয়োজন কঠিন থেকে কঠিনতম পরিশ্রম,জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : আগামী বছর বিধানসভা ভোট। আর এই নির্বাচনে জয়লাভ করতে গেলে আমাদের কঠিন থেকে কঠিনতম পরিশ্রম করতে হবে, ঠিক এমনটাই বললেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। এদিন তিনি এও জানান একজন বা দুজনকে নিয়ে কখনো জয়ী হওয়া যায় না। জয়ের মূল কারিগর আমাদের নিচুতলার কর্মীরা। তারা দলকে ভালোবাসেন বলেই দল এত সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছে। আমাদের সবাইকে এটা ভাবতে হবে। , দলকে যদি জেতাতে হয় আমাদের সবাইকে এক হয়ে লড়াই করতে হবে। বিজেপি এবং সিপিএম আমাদের নামে কুৎসা রটাচ্ছে। আমাদের মানুষকে বোঝাতে হবে এই সবই রটনা, কোন ঘটনা নয়। নির্বাচনের আগে কতগুলো বিষয় আমাদেরকে পরিষ্কার করে তুলতে হবে বলেও এদিন জানান জেলা সভাপতি।

তিনি এদিন আরো জানান , নিজেদের মধ্যেও মতপার্থক্য এবং মতান্তর যেকোনো দলকেই পিছনের দিকে নিয়ে যাবে। আমাদের সেদিকেও সাবধানে থাকতে হবে। নির্বাচনের আগে আমাদের নির্দিষ্ট পরিকল্পনা করে এগোতে হবে, তবেই জয় হবে এদিন এমনটাও জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। সবাই না থাকলে যেমন জয় আসেনা, তেমনি মত পার্থক্য থাকলে জয়লাভ করা অসম্ভব। আমাদের সেই জায়গাটায় জিততে হবে এদিন এমনটাই বললেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *