আগামী ২০শে ডিসেম্বর নতুন ভাবে উদ্বোধন হবে বাগডোগরা বিমানবন্দর , যার উদ্বোধক হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং
নিজস্ব সংবাদদাতা : আগামী ২০শে ডিসেম্বর বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন হচ্ছে, যার উদ্বোধক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বাগডোগরা বিমানবন্দর থেকে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন।দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ বিভিন্ন জেলার মানুষ এই বিমানবন্দরের উপর নির্ভরশীল।পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বাণিজ্যিক বিমানবন্দর এই বাগডোগরা বিমানবন্দর।
নির্বাচনের পর থেকে বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন সাংসদ রাজু বিস্ত।সেইমত বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের জন্য মন্ত্রীসভায় ১৫ হাজার কোটির বেশি টাকা বরাদ্দ হয়। জানা গেছে বাগডোগরা বিমানবন্দরে আসেন বহু মানুষ, যাদের মধ্যে বিদেশিরাও আছেন, অনেকেই পাহাড় থেকে এসে অপেক্ষা করে থাকেন উড়ান এর জন্য।
এদিকে নতুন টার্মিনাল যত দিন হচ্ছিল না ততদিন অসন্তোষ এবং সমস্যা বাড়ছিল, যাত্রীদের মধ্যেও। ভারত বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এরপরে আরো অসুবিধা হবে না । সহজেই অপেক্ষা করতে পারবেন, এবং পরবর্তী উড়ান ধরতে পারবেন যাত্রীরা। এতে সুবিধা হবে উভয় পক্ষের। শুধু তাই নয় আর আমি দু বছরে বাগডোগরা বিমানবন্দরের আমল পরিকাঠামোর পরিবর্তন হবে। যাতে করে এই বিমানবন্দরকে, অন্যতম শ্রেষ্ঠ বিমানবন্দরে পরিণত করা যাবে বলে দাবি সকলের। এই উড়ান এর জন্য বেশ কয়েকটি পরিবর্তন আনতে চলেছে বাগডোগরা কর্তৃপক্ষ। সাংসদ রাজু বিস্ত থাকবেন এখানে প্রধানমন্ত্রীর উদ্বোধনের প্রতিনিধিত্ব করতে।