আচমকাই আটকে গেল টয় ট্রেন, উদ্ধার করতে ময়দানে নামলেন সাধারণ মানুষ
নিজস্ব সংবাদদাতা : হঠাৎ করে আচমকাই আটকে গেল টয় ট্রেন, আর তাকে উদ্ধার করতে এগিয়ে গেলেন সাধারন মানুষ। হ্যাঁ এই ঘটনাটি ঘটেছে দার্জিলিঙে। যান্ত্রিক ত্রুটির কারণে এদিন আটকে যায় টয়ট্রেন। কিছুতেই চালাতে পারছিল না চালক। শেষে যাত্রীরা নেমে স্থানীয় লোকের সাহায্যে নিয়ে ঠেলে উদ্ধার করে টয়ট্রেন কে। কেন এই ঘটনা ঘটলো? জানা গেছে কোন কারনে আটকে গিয়েছিল এই ঐতিহ্যবাহী টয় ট্রেন, যাকে কিছুতেই চালাতে পারছিলেন না চালক। ফলে আটকে গিয়েছিল টয় ট্রেন, শেষে যাত্রীরা নিজেরাই এদিন নেমে পড়লেন , স্থানীয় লোককে ডেকে এনে তাদের সাহায্য নিয়ে উদ্ধার করলেন টয় ট্রেন কে। এদিকে যাত্রীরা নিজেরাই উদ্যোগ নেওয়ায় খুশি ট্রয় ট্রেন কর্তৃপক্ষও ।
