আচমকা বৃষ্টি, শিলিগুড়িতে হঠাৎ করে সব্জির দাম বেড়ে যাওয়ায় চরম সমস্যায় সাধারণ মানুষ
শিলিগুড়ি : আচমকা বৃষ্টি, আর তার জেরে শিলিগুড়িতে সব্জির দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় চরম সমস্যায় মানুষজন । হঠাৎ করে বৃষ্টি নামায় আবার বাড়লো শিলিগুড়িতে সব্জির দাম। এদিকে কয়েক দিনের দামের তুলনায় যা কেজি প্রতি অনেকটাই বেড়ে গেছে, হঠাৎ করে এত দাম বেড়ে যাওয়ার মূল কারন হল উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি। এমনকি শিলিগুড়ির বাজারে সব্জি প্রায় আসছে না বললেই চলে। যেটুকু বা আসছে দাম বেড়ে প্রায় তিনগুন। যেটা কিনতে যেমন ক্রেতা দের অসুবিধা হয়েছে তেমনি হোটেল ওয়ালা দেরও। তবে বৃষ্টি কমলেই যে দাম কমে যাবে এমনটা আশা করছেন না কেউই।


