আজ থেকে শিলিগুড়ি তে পুরসভার তরফ থেকে বসছে কম দামে সবজির দোকান
বেস্ট কলকাতা নিউজ : পুরসভার পক্ষ থেকে আজ থেকে শিলিগুড়ি তে বসছে ন্যায্য মূল্যে সবজির এর দোকান। আজ থেকে শিলিগুড়ির সাত জায়গাতে বসছে সবজির দোকান। শিলিগুড়িতে সাত টি গুরুত্বপূর্ণ জায়গাতে বসছে এই দোকান। গত কয়েক সপ্তাহে শিলিগুড়ি সহ অন্যান্য জায়গাতে সবজির দাম বেড়েছে তিনগুন। প্রতিটি সবজি কেজিতে বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ টাকা বেশি। শিলিগুড়ির সবকটি প্রধান বাজারে সবজির দাম অগ্নিমূল্য। বাজার কিনতে গিয়ে প্রায় খালি ব্যাগ থেকেই যাচ্ছে মানুষের। তবে গত কয়েক দিন ধরে টাস্ক ফোর্স এর আনাগোনা তে কিছু জায়গাতে অনেক টাই দাম কমেছে। শিলিগুড়িতে সবজির আশেপাশে দাম বেড়েছে ফলের ও। তবে মানুষের কাছে সমস্যা তৈরী করেছে সবজি।
এদিকে এতো দাম দিয়ে কবে মানুষ সবজি কিনেছেন কেউ বলতে পারছেন না। প্রতি বছর বর্ষার সময় দাম বাড়ে সবজির তবে এই বছর যেন মাত্রা ছেড়ে গেছে সবজির দাম। তবে আজ থেকে বাজারে সবজির দাম কিছুটা পরিবর্তন হতে পারে। মুখ্যমন্ত্রী নিজেও উদ্বেগ প্রকাশ করেছেন সবজির দাম নিয়ে। তার ঘোষণার পরেই বাজারে নেমেছে টাস্ক ফোর্স, এবং উদ্যোগ নিয়েছে পুরসভা গুলিও । আজ থেকে আলু সহ অন্য সবজির দাম কমে যাবে বলে আসা করছেন সাধারন মানুষ।