আজ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হচ্ছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে
বেস্ট কলকাতা নিউজ : আজ বুধবার থেকে বিশ্ব বঙ্গ বাণিজ্যিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। ইতিমধ্যেই দেশের সব শিল্প সংস্থার প্রতিনিধিরা আসতে শুরু করেছেন মঙ্গলবার থেকেই।
সূত্রের খবর, একটি লজিস্টিক হাবও হতে চলেছে বেলুড়ে৷ এই লজিস্টিক হাব তৈরি করবে মূলত আদানি গোষ্ঠী। ইতিমধ্যেই সংস্থার তরফে জায়গা চিহ্নিতকরণ করা হয়ে গেছে হাওড়ার বেলুড়ে। এদিকে রাজ্য সূত্রে খবর প্রায় ১০০ একর জমি জুড়ে এই লজিস্টিক হাব তৈরি হবে বলেও । এই প্রকল্পে প্রায় ২ হাজার কোটি টাকা বিনিয়োগ হতে পারে বলে খবর সূত্রে জানা গেছে । এদিকে শিল্প মহল মনে করছে আজ ,বুধবার বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে এই জমি হস্তান্তর সম্পর্কিত চুক্তি স্বাক্ষর হবে বলে। এমনকি মনে করা বহু সংখক মানুষের কর্মসংস্থান হবে এই লজিস্টিক হাব তৈরি হয়ে গেলে ।