আজ রাখি বন্ধন উৎসব, রাখি পড়লেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : আজ রাখি বন্ধন উৎসব, মেয়র গৌতম দেব এদিন সকালে রাখি পড়লেন তার নিজের ওয়ার্ড সতেরোতে। মেয়র জানালেন ভাই বোনের এই পবিত্র সম্পর্ক আমাদের সবার কাছে এক অমূল্য সম্পদ। এই সম্পর্কের আগে পিছে মনে হয় কিছুই হয় না। আজকের রাখি বন্ধন উৎসব, এই দিনটা আসলেই আমাদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে। তিনি রাখি বন্ধন উৎসবের মাধ্যমে বিশ্বের মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দিয়েছিলেন। তাইতো দিদি আমাদের সবার বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রাখি এমন একটা জিনিস যেটাতে ভাই বোনের সম্পর্ক অটুট বন্ধনে আবদ্ধ হয়, আমাদের কাছে রাখি পূর্ণিমা শুধুমাত্র উৎসবের একটা দিনই নয়, রাখি পূর্ণিমার দিন একজন বোন তার ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিয়ে নিজের জীবনের একটা স্মৃতি দান করে।
এদিন মেয়র গৌতম দেবের ওয়ার্ড ১৭ নম্বরে মহিলারা সকাল থেকেই মিলিত হন এই রাখি বন্ধন উৎসবে। মেয়র গৌতম দেব ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী, পুরুষ এবং মহিলারা। মেয়র আরো জানান বাংলার মাটিতে রাখি বন্ধন উৎসব এক উজ্জ্বল দিন। এই দিনটিকে আমরা আজকে স্মরণীয় করে রাখতে চাই, আমাদের সবার দায়িত্ব এই দিন থেকে আনন্দে ভরিয়ে দেওয়া।