আড়াই ঘন্টা দেরিতে ছাড়লো বন্ধে ভারত এক্সপ্রেস, ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা
নিজস্ব সংবাদদাতা : আড়াই ঘন্টা দেরিতে ছাড়লো এনজিপি থেকে গোয়াহাটি গামী বন্ধে ভারত। ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা। নির্দিষ্ট সময়ে সকাল সাড়ে আটটা বেধে যাওয়ায় যাত্রীরা চিন্তায় পড়ে যান, এক ঘন্টা পরে ট্রেন না ছাড়ায় যাত্রীরা স্টেশন মাস্টারের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, যাত্রীদের অভিযোগ সেই সময় স্টেশন মাস্টার তাদের কথা তো কোন উত্তর দেন ই নি, উত্তরে যাত্রীদের সাথে দুর্ব্যবহার করেন স্টেশন মাস্টার অভিযোগ যাত্রীদের। যাত্রীরা জানান তারা বারে বারে জিজ্ঞাসা করায় স্টেশন মাস্টার তাদের ঘর থেকে বেরিয়ে যেতে বলেন, যাত্রীরা জানান এত বড় দায়িত্ব কি করে অস্বীকার করল রেল, বন্দে ভারত আড়াই ঘণ্টা পরে ছাড়বে এই ঘটনা বলা উচিত ছিল রেলের, কিন্তু তারা করেননি। নির্দিষ্ট কোন সময় না বলায় যাত্রীরা আর অশান্তিতে পড়ে যান। অবশেষে সকাল ১১ঃ০০ টা বেজে ৫ মিনিটে বন্দে ভারত যাত্রা করে গুয়াহাটির উদ্দেশ্যে।
যাত্রীরা আরও অভিযোগ জানান ট্রেন এত দেরিতে ছাড়বে মোবাইলে বলে দিলে তারা হোটেল বা বাড়ি থেকে দেরিতে বের হতেন। তা রেল করেননি। পরের স্টেশন মাস্টার জানান যান্ত্রিক সমস্যার জন্য ট্রেন দেরি করে ছাড়লো। রেল ক্ষমাপ্রার্থী সমস্ত যাত্রীদের কাছে। যাত্রীরা অবশ্য মানতে নারাজ, তারা জানান দূর পাল্লার ট্রেনে এত বড় ভুল কিভাবে ক্ষমা করে দেওয়া যায়?