আন্তর্জাতিক নম্বর থেকে প্রাণনাশের হুমকি ফোন ! এবার ‘টার্গেট’ হল পানিহাটি পুরসভার চেয়ারম্যান
পানিহাটি,: যত কাণ্ড পানিহাটিতে ! ফের আন্তর্জাতিক নম্বর থেকে ফোন-কলে ‘প্রাণনাশের’ হুমকি!কাউন্সিলর,ভাইস-চেয়ারম্যানের পর এবার ‘টার্গেট’ হল খোদ পানিহাটি পুরসভার চেয়ারম্যান ! হুমকি ফোনের পাশাপাশি অচেনা একটি ফেসবুক প্রোফাইল থেকে পুর চেয়ারম্যান সোমনাথ দে-র বাড়ি পুড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি পোস্ট করা হয়েছে। এমনটাই দাবি তৃণমূল নেতার। এই ঘটনায় পুলিশের দ্বারস্থও হয়েছেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান। ইমেল মারফত ঘোলা এবং খড়দা থানায় দায়ের হয়েছে অভিযোগও। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে,ঘটনার তিন দিন পরেও আটক কিংবা গ্রেফতার, কোনওটাই করা সম্ভব হয়নি।

সবে কয়েকমাস হয়েছে পানিহাটি পুরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন সোমনাথ দে। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানের আগে ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট চক্রবর্তীকেও ঠিক একইভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। চেয়ারম্যানের শপথগ্রহণ মিটতে না-মিটতে ফের তৃণমূলের দুই কাউন্সিলরের কাছে হুমকি ফোন আসে বলে অভিযোগ। এর মধ্যে একজন আবার পুরসভার ভাইস-চেয়ারম্যান পদে রয়েছেন। দু’জনেরই দাবি ছিল, ‘হুমকি ফোনগুলি এসেছিল আন্তর্জাতিক ফোন নম্বর থেকে।’ সেই ঘটনার রেশ কাটতে না-কাটতে এবার +17 নম্বর থেকে হুমকি ফোন এল পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে-র কাছে। তা-ও দুই তৃণমূল কাউন্সিলরের হুমকি ফোনের চার মাসের মধ্যেই। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পানিহাটিজুড়ে।