আবারও এটিএম লুটের জোর চেষ্টা , অবশেষে জলপাইগুড়ির রানীনগরে ধরা পড়লো ২ দুষ্কৃতী
জলপাইগুড়ি : বিতর্ক যেন কিছুতেই কমছে না। আবারও এটিএম লুটের চেষ্টা চললো জলপাইগুড়ির রানীনগরে। জানা গিয়েছে ভোর বেলার দিকে দুই দুষ্কৃতী বেধে একটি এটিএমে ঢুকে এটিএমটি ভাঙার চেষ্টা করে। খুব সম্ভবত ওই এটিএমটি ছিল একটি কোন সরকারি ব্যাংকের। এই সময়ে গার্ড এটিএম এর ভিতরে ছিলনা। বাইরে থেকে দেখতে পেয়ে সে বুঝতে পেরে যায়, এটিএম লুটের চেষ্টা হচ্ছে । সঙ্গে সঙ্গে সে পুলিশে খবর দেয়, পুলিশ এসে এদিন ওই দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করে।

এদিকে পুলিশকে দেখে ওই দুই দুষ্কৃতী পালানোর চেষ্টা করেছিল , কিন্তু পালাতে পারেনি। এটিএম খোলা অবস্থায় তারা দুজন পালিয়ে যেতে চেষ্টা করলে পুলিশের গাড়ি ধাওয়া করে তাদের দুজনকে আটক করে। স্থানীয় মানুষের অভিযোগ একের পর এক এটিএম থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে , অথচ কোন নির্দিষ্ট পাহারা না থাকায় সমস্যায় ভুগছেন গ্রাহক এবং ব্যাংক কর্তৃপক্ষ। একে অন্যকে দায়ী করে সমস্যা মেটাতে চাইছেন তারা। এইসব এটিএম এমন জায়গায় যেখানে চট করে কারোর পক্ষে আশা প্রায় অসম্ভব। আর এইসব জায়গাই বেছে নেয় দুষ্কৃতিরা। অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত এই এটিএম গুলিতে এমনটাই জানান তারা। জানা গেছে রানীনগরের এই জায়গাটিতে এর আগেও একবার এটিএম লুটের জোর চেষ্টা হয়েছিল। সে বারও পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছিল দুষ্কৃতীরা।