আবার জেগে উঠেছে শিলিগুড়ি স্টুডেন্ট হেলথ হোম
শিলিগুড়ি : ছাত্রদের শরীর এবং স্বাস্থ্যের কথা ভেবে তৈরি করা হয়েছিল এই স্টুডেন্ট হেলথ হোম। যেখানে গরিব এবং আজকের দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সমস্যা হলে তার সমাধান করা যায়। আজ থেকে ৩০ বছর আগে শিলিগুড়ির নীলনিনি স্কুলের সামনে তৈরি হয়েছিল এই স্টুডেন্ট হেলথ হোম। গত দশ বছর ধরে তার কোন উন্নয়নই হয়নি সোজা কথা বলতে গেলে তার প্রতি কেউ দৃষ্টি আকর্ষণ করেনি। সব ছাত্রছাত্রীদের এক অবস্থা থাকেনা,তাদের বাবা মায়ের আর্থিক অবস্থা সব সময় পক্ষে থাকে না। তাদেরই ই জন্য এই স্টুডেন্ট হেলথ হোম। যেখান থেকে এবারে শুধুমাত্র ওষুধি পাওয়া যাবে না ছাত্র-ছাত্রীরা পাবেন সম্পূর্ণ আধুনিক চিকিৎসা। যেটা দরকার তাদের। শিলিগুড়ির এই স্টুডেন্ট হেলথ হোম আসেন বাইরে থেকে আসা বহু ছাত্র-ছাত্রী। গত পাঁচ বছরে যার কিছুই হয়ে ওঠে নি। তবে এবারে নড়েচড়ে বসেছে প্রশাসন, বিপুল অর্থ সাহায্যের প্রস্তাব এসেছে তাদের তরফ থেকে। আনা হচ্ছে বহু উন্নত মেশিন। যেকোনো অসুস্থতায় যাতে কেউ ফিরে না যান সেটাও দেখবে তারা। সবকিছু ঠিকঠাক হয়ে গেল আগামী দিনে স্টুডেন্ট হেলথ হোমে জন্য উপকার পাবেন বহু ছাত্র ছাত্রী।