আবার ধস নামলো সিকিমের বিভিন্ন এলাকা জুড়ে
সিকিম : আবার বিপর্যয় দেখা দিয়েছে সিকিমে। নাগাড়ে ভারী বর্ষণের জেরে তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর। এই মুষলধারে চলা বৃষ্টিতে দক্ষিণ সিকিমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বানভাসী পরিস্থিতিতে ভেসে গিয়েছে এলাকার আটটি বাড়ি। ইয়াঙ্গনের মাজুয়া গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন সেখানে বেড়াতে যাওয়া পর্যটকরা। তবে এখনও এমন অবস্থায় অনেকের খোঁজ মেলেনি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে উদ্ধারকাজ। এখন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সিকিমে। আটকে আছেন প্রচুর পর্যটক। সেভাবে খাবার না থাকায় সমস্যা র মধ্যে পড়ে গেছেন তারা। কেউ কেউ বিস্কুট এবং জল খেয়ে আছেন। রাস্তায় আটকে আছে প্রচুর গাড়ি।
এদিকে পর্যটক দের জন্য হেল্প লাইন চালু করেছেন সিকিম সরকার। অনেক মানুষ সিকিমের হোটেলে আটকে আছেন। বৃষ্টির কারণে নতুন করে পর্যটক দের পাহাড়ে আসতে বারণ করে দিয়েছে সিকিম সরকার। শুরুতেই ধস এর কারণে চিন্তায় পড়ে গেছেন পর্যটন বিভাগ। ধস এর কারন এ আগামী দুই সপ্তাহ পর্যটক দের যাওয়া বাতিল করে দিয়েছেন তারা।