আমন্ত্রণ পেয়েও ‘হাতে খড়ি’তে না থাকা নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর
রাজভবনে রাজ্যপালের হাতে খড়ি অনুষ্ঠান। আমন্ত্রণ পেয়েও সেখানে যাচ্ছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে না যাওয়ার কারণ জানিয়ে টুইট করেছেন তিনি। সেখানে তিনি অভিযোগ করেছেন, রাজ্যপালের ভালমানুষিকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছে এই সরকার। টুইটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল সিভি আনন্দ বোসের বাংলা শেখার সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, উচ্চ শিক্ষিত প্রকৃত দেশপ্রেমিক, কর্মজীবনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। তিনি একাধিক ভাষায় অনেক বইও লিখেছেন। বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারও তিনি পেয়েছেন। এহেন ব্যক্তির বাংলা ভাষা শিক্ষার ইচ্ছা প্রশংসনীয়। বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, রাজ্যপালের হাতে খড়ির ইচ্ছাকে রাজ্য সরকার সুচতুর ভাবে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করতে দ্বিধাবোধ করেনিষ রাজ্যপালের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী এব্যাপারে রাজ্য সরকারের বিশেষ দূত হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। তিনিই রাজ্যপালের ইচ্ছাপূরণের অছিলায় মুখ্যমন্ত্রীর গোপন রাজনৈতিক অ্যাজেন্ডাকে কার্যকর করার উদ্দেশে রাজ্যপালের কার্যালয়কে সুচতুর ভাবে ব্যবহার করেছেন।