আমাদের প্রতিভা আছে , কিন্তু পরিকাঠামো নেই ঠিকভাবে পরিচালনা করলে আমাদের খেলোয়াড়েরাও বিশ্বসেরা হবে, এমনটাই মনে করেন বিশিষ্ট ক্রীড়াবিদ বিদ্যুৎ বসাক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : এমন না আমাদের দেশে প্রতিভাবান নেই, কিন্তু তারা অধিকাংশই আসে , একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে , ঠিকমতো খেতেই পারেনা কিভাবে প্র্যাকটিস করবে, কিভাবে আধুনিক সরঞ্জাম কিনবে? আমাদের দেশের প্রতিবার অভাব নেই কিন্তু দরকার সঠিকভাবে পরিচালনা করার , আমাদের কাছে সবকিছু থাকা সত্ত্বেও পরিকাঠামোর অভাবে পিছিয়ে পড়ছি আমরা, এমনটাই জানালেন শিলিগুড়ির বিশিষ্ট ক্রীড়াবিদ বিদ্যুৎ বসাক। সদ্য প্যারিস অলিম্পিক ফেরত বিদ্যুৎ বসাক আরোও জানান, আমি ওখানে প্যারিসে বেশ কিছুদিন ছিলাম , শুধু খেলাই দেখেনি , লক্ষ্য করলাম অনেক কিছুই , ওদের ভাল দিকগুলো দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। কিভাবে অনুশীলন করবার সময় ওরা মনঃনিবেশ করে, এটা দেখবার মত। ওদের অনুশীলন ওদের খাওয়া দাওয়া, ভালো খেলোয়াড় হবার এক উদাহরণ। সেই কারণেও হয়তো ওদের থেকে প্রতিভাবান বেশি থাকা সত্ত্বেও আমরা পিছিয়ে পড়ছি পরিকাঠামোর অভাবে। আজকে ইউরোপের ছোট ছোট দেশগুলি খেলাধুলাতে এতটাই উন্নত করেছে নিজেদের না দেখলে বিশ্বাস করা যায় না, অলিম্পিক এবং এশিয়াতে পদক তালিকায় নিজেদের নাম ওঠাবার জন্য ওরা যে পরিমাণে পরিশ্রম করে আমরা যদি তার এক ভাগও করতাম আজকে আমাদের খেলোয়াড়েরা অনেক দূর চলে যেত। আমরা কি বিশ্বকে ভালো খেলোয়াড় উপহার দিই নি? দিয়েছি, পিভি সিন্ধু, লক্ষ্য সেন এদের মত ব্যাডমিন্টন খেলোয়ার আমরা বিশ্বকে উপহার দিয়েছি। আমাদের হকি দল এবারে অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছে, দুর্ভাগ্যের শিকার না হলে এবার অলিম্পিকে আমাদের পদক আরো অনেকটাই বাড়তো। পরিকাঠামোর অভাব অনেকটাই আমাদের পিছিয়ে রেখেছে, অংশগ্রহণ করা থেকে, জানালেন বিদ্যুৎ বাবু।

তিনি আরো জানান, আমরা পৃথিবীতে সবচেয়ে জনবহুল দেশ অথচ খেলোয়াড় তৈরিতে আমরা কেন এত পিছিয়ে? এটা কেন আমরা ভেবে দেখছি না? এবারের অলিম্পিকে আমাদের ফলাফল কিন্তু খারাপ হয়নি, দুর্ভাগ্যের শিকার হয়ে পিছিয়ে পড়লাম আমরা। আমি মনে করি একেবারে ছোট থেকে প্রতিভা তুলে আনতে হবে, উপযুক্ত পরিকাঠামো এবং খাবারের ব্যবস্থা করতে হবে, আর্থিক স্বচ্ছলতা দিতে হবে তবে ভারত একদিন বিশ্বের দরবারে খেলাধুলায় প্রথম সারিতে থাকবে। বহু বছর ধরে আমি খেলার সাথে যুক্ত জানালেন বিদ্যুৎ বাবু, আমি জানি একটা খেলোয়াড় হতে গেলে বা একজন ভালো খেলোয়াড় হতে গেলে কি কি করা দরকার, ভারতে সবকিছুই আছে, তবে সময় আসলে হয়তো আমরা একদিন, তা দেখতে পারবো এবং দেখাতে পারব সারা বিশ্বকে, জানালেন বিদ্যুৎ বসাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *