আরজি করের ঘটনা নিয়ে এবার সরব শিলিগুড়ির প্রাক্তন ক্রীড়াবিদ বিদ্যুৎ বসাক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : আরজি করের ঘটনা নিয়ে এবার শিলিগুড়িতে সরব হলেন শিলিগুড়ি প্রাক্তন বিশিষ্ট ক্রীড়াবিদ বিদ্যুৎ বসাক এদিন শিলিগুড়ির গান্ধী মূর্তির পাদদেশ থেকে এক মিছিলে তিনি জানালেন এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যে বা যারা এই ঘটনার সাথে জড়িত, অথবা দোষী তাদের কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন। আমরা আজকে এখানে এই প্রতিবাদ সভাতে একটা আবেদন রাখছি, যে ভবিষ্যতে যেন কেউ এই ধরনের জঘন্য নিন্দনীয় ঘটনা ঘটিয়ে পার না পায়। আজকে যে মেয়েটি এই নরকীয় হত্যাকাণ্ডের শিকার তার মনে কত ইচ্ছা আকাঙ্খা এবং স্বপ্ন ছিল, সব এক লহমায় ধুলিস্যাৎ হয়ে গেছে। এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তারা নিজেদের এই জায়গা থেকে কোনদিন বের করে আনতে পারবে না। পৃথিবীর সব থেকে নরকীয় ঘটনা সাথে জড়িয়ে নিয়েছে তারা নিজেদের। আমি একজন প্রাক্তন ক্রীড়াবিদ এবং একজন সাধারণ মানুষ হিসেবে এই ঘটনার চরম নিন্দা করছি। এবং এই ঘটনার সাথে যে বা যারা দোষী তাদের কঠোর শাস্তি দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন আমার বাড়িতেও আমার পরীজন আছে তাদের জন্য আমি চিন্তিত। আর শুধু আমি না প্রত্যেককে এগিয়ে এসে এই ঘটনার জন্য তীব্র প্রতিবাদ করা উচিত। আজকে এই প্রতিবাদ সভা তে যেসব খেলোয়াড়রা এসেছেন তাদের মধ্যে অনেকে মহিলা খেলোয়ারও আছেন, তারাও বোঝেন কতটা জ্বালা। তাই কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়তো এই আগুন কিছুটা হলেও নেভালেও নিভাতে পারে, এমনটাই জানালেন শিলিগুড়ির বিশিষ্ট ক্রীড়াবিদ বিদ্যুৎ বসাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *