আর জি কর মামলার দিনই নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার বাসন্তীতে, ধর্ষণ করে খুন, অভিযোগ পরিবারের
বেস্ট কলকাতা নিউজ : আরজি কর মামলার রায়ের দিনেই বাংলায় ফের প্রকাশ্যে এলো মর্মান্তিক ঘটনা। বাসন্তীতে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ১২ দিন ধরে নিখোঁজ ছিল ছাত্রী। সোমবার তার দেহ উদ্ধার হয় এলাকাতেই! মাঠের মধ্যে দেহ পুঁতে রাখা ছিল, এমনটাই দাবি স্থানীয়দের। পরিচিত এক যুবক ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ বলে দাবি স্থানীয়দের। ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ করে সরব হয় পরিবারের লোকজন। এমনকি পুলিশ দেহ উদ্ধার করতে গেলে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারারও।
সোমবার বিকেলে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার উত্তর চুনাখালি গ্রামে। জানা গেছে অষ্টম শ্রেণির ওই ছাত্রী গত ১২ দিন ধরে নিখোঁজ ছিল। বাসন্তী থানায় অভিযোগ জানিয়েছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু কোন খোঁজ মেলেনি। পরিজনদের বাড়িতেও খোঁজ খবর করে কোনও হদিস মেলেনি ওই নাবালিকার।
অবশেষে বিকেলে উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার দিন স্থানীয় এক যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল তাঁকে। তারপর থেকেই নিখোঁজ। পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই নাবালিকাকে। স্থানীয় কয়েকজন যুবকই এই ঘটনার সঙ্গে যুক্ত বলে দাবি পরিবারের। দেহ উদ্ধারের পর ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দেহ আটকে রেখে তাঁরা বিক্ষোভ দেখান। মাঠের মধ্যে দেহ পুঁতে দেওয়া হয়েছিল বলে দাবি স্থানীয়দের।
এদিকে পুলিশ সূত্রে খবর, মাটি খুঁড়ে ওই ছাত্রীর দেহ পুঁতে রাখা হয়েছিল। এরপর সেখান থেকে উদ্ধার করা হয়। নির্যাতিতার পরিবার জানিয়েছে, ৯ জানুয়ারি এলাকার এক পরিচিত যুবক তাঁদের মেয়েকে ডাকতে এসেছিল। তার ডাকে সাড়া দিয়ে চলে যাওয়ার পর, আর ফেরেনি মেয়ে। পরিবারের দাবি, তখন থেকেই নাবালিকা নিখোঁজ। পরিবারের সন্দেহ, তাঁদের মেয়েকে গণধর্ষণ করে খুন করা হয়েছে বলেই ।’ দোষীদের খুঁজে বার করে কঠোর শাস্তির দাবিও জানিয়েছে নাবালিকার পরিবার।