আর বেশি দিন দেরি নেই, খুব তাড়াতাড়ি দার্জিলিং চা আবার পাড়ি দেবে ইউরোপে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

দার্জিলিং : আর বেশি দিন দেরি নেই, কোন অঘটন না ঘটলে, আগামী ডিসেম্বর থেকে দার্জিলিং চা, আবার যাচ্ছে ইউরোপে। দার্জিলিং চা এর কদর সারা বিশ্ব জুড়ে অনেকদিন ধরেই ছিল। তবে মাঝে বেশ কিছুদিন, বন্ধ রেখেছিল আন্তর্জাতিক চা ব্যবসায়ীরা। কারণ হিসাবে তারা জানিয়েছিলেন, যে স্বাদ এর জন্য দার্জিলিং চা বিখ্যাত সেই দার্জিলিং চা আর আগের মত থাকছে না। অনায়াসে পাল্লা দিচ্ছে , অন্যান্য দেশের চা। দার্জিলিং চা স্বাদ এ এবং গন্ধে সারা পৃথিবীর বিখ্যাত, কিন্তু ব্যবসায়ীরা অভিযোগ করছিলেন, আগের মত আর চায়ে সেই স্বাদ নেই। তাই তারা বিমুখ হয়েছিলেন দার্জিলিং চায়ের থেকে। কিন্তু সম্প্রতি সেই চিত্রটা পাল্টে গেছে। আবার দার্জিলিং চায়ের দিকে ব্যবসায়ীরা ঝুঁকতে আরম্ভ করেছে, ইউরোপের আন্তর্জাতিক চায়ের ব্যবসাকে কেন্দ্র করে। আগামী ডিসেম্বর মাসে যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনার রেকর্ড পরিমাণ চা রপ্তানি হবে দার্জিলিং থেকে। এদিকে বেশ কিছু নতুন দেশ দার্জিলিং চায়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। সবমিলিয়ে আবার নতুন করে দার্জিলিং চায়ের দরজা আন্তর্জাতিক বাজারে খুলে যাবে বলে মনে করছে অভিজ্ঞ চায়ের ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *