আর মাত্র কুড়ি দিন বাকি, কুমারতুলিতে শেষ পর্যায়ে মায়ের মূর্তি তৈরীর কাজ
শিলিগুড়ি : আর মাত্র কুড়ি দিন বাকি। শিলিগুড়ির কুমারতুলিতে মায়ের মূর্তি তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এদিকে মূর্তি যারা তৈরি করেন তারা জানায় যারা যারা মূর্তির অর্ডার করেছেন, তাদের মূর্তি আর কয়েক দিনের মধ্যে চলে যাবে। যে কটা বাকি আছে প্রায় শেষ পর্যায়ে। শহর শিলিগুড়ির বেশ কয়েকটি জায়গায় দুর্গা প্রতিমা তৈরি হয়। বিক্রেতারা জানিয়েছেন অর্ডার ভালোই এসেছে । আমরাও প্রাণপণ চেষ্টা করে চলেছি কিভাবে কি করা যায়। আশা করি মা আমাদের আশীর্বাদ করবেন। পুজোর আনন্দ সবার জন্য, তাই আমরাও চাইবো এই বিষয়টা যেন আনন্দের মধ্যেই থাকে। শিলিগুড়ি সব জায়গায় মূলত দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। এবং অধিকাংশ জায়গায় প্রতিমা বানানো একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে।
