আশ্রয়দাতা সহ ১ বাংলাদেশি যুবক গ্রেফতার হল বারুইপুরে, উদ্ধার হল পাসপোর্টও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ভুয়ো নথি তৈরি করে বছরের পর বছর বারুইপুরে বাস করছিলেন এক বাংলাদেশি যুবক। বারুইপুর থানার পুলিশ রবিবার চম্পাহাটির সোলগোয়ালিয়া খালপাড় এলাকা থেকে তাঁকে ধরে। একই সঙ্গে গ্রেফতার হয়েছেন যুবকের আশ্রয়দাতা ওই এলাকার বাসিন্দা আলমগির মোল্লা। পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশির নাম মহম্মদ সুজন মোল্লা। তাঁর বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে দু’টি মোবাইল, ভুয়ো আধার, ভোটার ও প্যান কার্ড। পাশাপাশি পাওয়া গিয়েছে পাসপোর্ট।

এদিকে পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালে বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন ওই যুবক। উত্তর ২৪ পরগনার বসিরহাট সীমান্ত দিয়ে তিনি এই রাজ্যে ঢুকেছিলেন। সোলগোয়ালিয়া এলাকার বাসিন্দা আলমগির মোল্লাকে নিজের বাবা হিসেবে দেখিয়ে আধার, প্যান, ভোটার ও রেশন কার্ড তৈরি করে ফেলেছিলেন সুজন। পুলিশের তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পেরেছে, সুজন পাসপোর্টের সাহায্যে সহজেই সীমান্ত পারাপার করতেন। শুধু তাই নয়, অভিযুক্ত বাংলাদেশি যুবক ছিনতাইচক্রের সঙ্গেও জড়িত। পুলিশের দাবি, সোলগোয়ালিয়ায় রাজমিস্ত্রির কাজের আড়ালে বাইক ও মোবাইল ছিনতাই করে সেগুলি বাংলাদেশে পাচার করা ছিল তাঁর কাজ। সুজনের সঙ্গে আর কারা কারা জড়িত, তা পুলিশ তদন্ত করে দেখছে। প্রশ্ন উঠেছে, কীভাবে সুজন স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের নজর এড়িয়ে এই এলাকায় এত বছর ছিলেন? এই নিয়েও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *