আসছে না বাংলাদেশের ইলিশ , চরম হতাশ শহর শিলিগুড়ির মানুষজন
শিলিগুড়ি : শিলিগুড়িতে এখনো পাওয়া যাচ্ছে না বাংলাদেশের ইলিশ। মন খারাপ মৎস্য প্রেমীদের। একমাত্র বর্ষার সময় পাওয়া যায় এই মাছ। ইস্টবেঙ্গল ক্লাবের সাথে ওতপ্রতভাবে জড়িত থাকলেও আপামর বাঙালির কাছে ইলিশ মাছের গুরুত্ব যে কতখানি তা একমাত্র ইলিশ মাছ যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন। কথায় আছে মাছের রাজা ইলিশ। তাও আবার বাংলাদেশের, পদ্মার ইলিশের জন্য পাগল হয়ে যান বাঙালিরা। কিন্তু এবারে বাজারে সেই ইলিশের দেখা মেলেনি এখনো বাংলাদেশের ইলিশ স্বাদে এবং গন্ধে মাতিয়ে তোলে বাঙালিকে।

কিন্তু বর্ষার মাঝামাঝি হয়ে আসলেও দেখা নেই ইলিশ মাছের। কেন আসছে না ? দু দেশের মধ্যে সম্পর্ক এখন তলানিতে , ট্রেন বন্ধ। তাই গতবারের মতো হয়তো পাওয়া যাবে না বাংলাদেশি ইলিশ। তবে কি কোলাঘাট এবং ডায়মন্ড হারবার কে দিয়ে কাজ চালাতে হবে? ইলিশ মাছ বিক্রেতারা জানিয়েছেন এখনো আশা ছাড়িনি, আশা করছি পুজোর আগেই পাওয়া যাবে বাংলাদেশের ইলিশ। আশায় বুক বেঁধেছেন বাঙালিরা। বছরের এই একটা সময় ইলিশ মাছ না খেলে কি চলে