ইঙ্গিত এর নাটক এবারে অনাবিল আনন্দ দিল শহর শিলিগুড়ির মানুষকে
শিলিগুড়ি: এবারে ৪৯ তম বছরে পা দিল শিলিগুড়ির বিশিষ্ট নাট্যদল ইঙ্গিত। তাদের আয়োজিত নাটক দেখে দর্শকেরা জানান সত্যিই শিলিগুড়ির বুকে এই ধরনের নাটক আগে খুব কম দেখা গেছে। শিলিগুড়ির একটা বদনাম আছে। শিলিগুড়ির কালচার নেই, কিন্তু ইঙ্গিত নাটক দেখতে আসা দর্শকেরা প্রমাণ করে দিয়েছেন সেটা একেবারে ভুল ধারণা।

ইঙ্গিতের সহ-সম্পাদক মিঠু সরকার এদিন জানান , আমরা কিন্তু মূল শক্তি পেয়েছি দর্শকদের কাছ থেকে। আমরা এতটা আশা করিনি, বাণিজ্যিক শহর শিলিগুড়িতে নাট্যপ্রেমী মানুষ আছেন এটা অনেকেই ভাবতে পারেন না। কিন্তু কয়েকদিন ধরে শিলিগুড়ির মানুষ এটাকে ভুল প্রমাণিত করে দিয়েছে। আগামী বছর আমাদের ৫০ তম অর্থাৎ সুবর্ণ জয়ন্তী, আমাদের চেষ্টা থাকবে মানুষকে ভালো নাটক দেখানো। অন্তত এই বছরের মানুষের ভালোবাসা আমাদের অনেকটাই শক্তিশালী করে দিল। আগামী বছর আমাদের আগের থেকেই তৈরি হতে হবে। শিলিগুড়ির বদনাম ঘুচে গেছে, এবারে কিন্তু শিলিগুড়ি ভালো নাটক দেখতে পাবে, এদিন এমনটাই জানালেন তিনি।
