ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের আনুষ্ঠানিকভাবে উদ্বোধনে শিলিগুড়িতে এলেন মন্ত্রী শশী পাজা
শিলিগুড়ি : আনুষ্ঠানিক উদ্বোধন হলো ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের শিলিগুড়ির কার্যালয়ের। শিলিগুড়ির হোটেল ম্যারিওটে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন নারী এবং শিশু কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীমতি শশী পাজা। এদিন তিনি জানান উত্তরবঙ্গে এই ধরনের কার্যালয়ের নিতান্তই প্রয়োজন। মানুষের সব সময় কলকাতা যাওয়া সম্ভব হয়ে ওঠে না। আপাতত এখান থেকেই গুরুত্বপূর্ণ কাজগুলি সারতে পারবেন শিলিগুড়ির মানুষ। আমি আবার আসবো এখানে, শিলিগুড়ি মানুষের জন্যই এই ধরনের কার্যালয় করা।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র শ্রী গৌতম দেব, এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং চেয়ারম্যান শ্রী প্রতুল চক্রবর্তী। এদিন প্রবল বৃষ্টির মধ্যেও প্রচুর মানুষ এসেছিল। এই দিন শশী পাজা জানান বর্তমানে উত্তরবঙ্গ অনেক উন্নত হয়েছে, প্রচুর মানুষ আসছে, সেই কারণে আমরা অনেকটাই চাপমুক্ত। আমরা আশা করছি আগামী দিনে শিলিগুড়ি আরো দায়িত্বশীল শহরে পরিণত হবে।