ইসলামপুরের চালসাতে এলেন মুখ্যমন্ত্রী, কথা বললেন সাধারন মানুষের সাথে
নিজস্ব সংবাদদাতা : গতকাল সকালে ইসলামপুরের চালসাতে মুখ্যমন্ত্রী পৌছালে তাকে অভ্যর্থনা জানালেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মুখ্যমন্ত্রী সেখানে অনেকক্ষন সাধারন মানুষের সাথে কথা বলেন এবং সেখানকার স্থানীয় দোকানদার দের সাথে কথা বলেন এবং তাদের সুবিধা এবং অসুবিধার কথা জিজ্ঞাসা করেন। সেখানে একটি চায়ের দোকানেও যান মুখ্যমন্ত্রী এবং বিদ্যুৎমন্ত্রী অরুপ বিশ্বাস, সেখানে একটি চায়ের দোকানেও বসেন তারা। মুখ্যমন্ত্রী চা খেতে খেতে সেখানকার বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তারা লক্ষীর ভান্ডার এবং বয়ষ্ক ভাতা পাচ্ছেন কি না জানতে চান, যারা যারা ভাতা আবেদন করেও পাচ্ছেন না স্থানীয় তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দেন ব্যাপারটি দেখে নিতে।
মুখ্যমন্ত্রী এও জানান একটু সমস্যা হয়ত আছে তবে সঠিকভাবে কেউ যদি আবেদনপত্র জমা করে দেন তবে অবশ্যই ভাতার টাকা পাবেন। চিন্তা নেই আমি তো আছি বলেও তিনি জানান। এদিকে মুখ্যমন্ত্রী আসার খবর পেয়েই ভীড় জমাতে শুরু করে দেন সাধারন মানুষ জন। কয়েকদিনের উত্তরবঙ্গ সফরে এসে গোটা উত্তরবঙ্গ ঘুরে ফেলছেন মুখ্যমন্ত্রী। জানা গেছে প্রচারের চাইতে ঝড়ে ক্ষতিগ্রস্থ বাসিন্দাদের সাথে কথা বলছেন মুখ্যমন্ত্রী এবং সেটাই ভাল বলে মনে করছেন তিনি । এবারে গোটা ঝড়ে বিধ্বস্ত এলাকা ঘুরেছেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দোপাধ্যায় তারা ঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়ে তাদের ক্ষতিপূরন দেবার কথাও ঘোষনা করে দিয়েছেন।