উত্তরবঙ্গে ক্রমশ বাড়ছে হাতির মৃত্যু, চরম দুশ্চিন্তায় প্রশাসন
নিজস্ব সংবাদদাতা : গত কয়েক মাসে বেড়ে গেছে অবসভাবিক হাতির মৃত্যু। কখনো রেলের কারনে, আবার কখনো বিদ্যুৎ পৃষ্ট হয়ে, আবার কখনো খাবার না পেয়ে, এই কারনেই প্রচন্ড দুশ্চিন্তায় প্রশাসন। জানা গেছে এতো সমস্যা তৈরী হচ্ছে যে বনকর্মীরা দিশেহারা হয়ে পড়েছেন কিভাবে এই মৃত্যু বন্ধ করে দেওয়া যায়। বনদপ্তর যে চেষ্টা করে নি তা নয় তা হলেও এইভাবে হাতির মৃত্যু কে মানতে পারছেন না কেউই। পশু সুরক্ষা থেকেও এই ব্যাপার নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করা হয়েছে। তবে হাতির মৃত্যুকে নিয়ে কোনো রাজনৈতিক আলোচনা চাইছেন না কেউ। কয়েক বছর আগে হাতি নিয়ে দুর্ঘটনা বন্ধ হয়ে গিয়েছিলো মৃত্যু প্রায় হচ্ছিলো না বললেই চলে। আবার মৃত্যুর ঘটনা ঘটে যাওয়ায় দুশ্চিন্তায় বন দপ্তর। উত্তরবঙ্গের নানান জায়গায় এই ঘটনা ঘটে চলেছে। তবে এবারে হয়তো সচেতন হতে চলেছে প্রশাসন।