উত্তরবঙ্গে দার্জিলিং-সহ চার জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, প্রবল তুষারপাতের আশংকা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়
দার্জিলিং : উত্তরবঙ্গে দার্জিলিং-সহ চার জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এমনকি আবার প্রবল তুষারপাতও হতে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা সহ সান্দাকফু, ঘুম, মানেভঞ্জন ও চটকপুরে ৷ পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৪–৬ ডিগ্রি সেলসিয়াস, উপরের জেলাগুলিতে ৯–১২ এবং মালদহ-সহ নিচের দিকে ১২–১৪ ডিগ্রি সেলসিয়াস। তবে ভরা পর্যটন মরসুমে আবহাওয়া পরিবর্তন এবং ঠান্ডা পড়বার খবর পাওয়ায় খুশী পর্যটকরাও। অনেকেই ছুটির সমস্যা থাকলেও ছুটির দিন বাড়িয়ে দিয়েছেন, কুয়াশয় ভরা দার্জিলিং এ তাপমাত্রা কমে যাওয়ার খবরে খুশি হচ্ছেন অনেকেই। খুশির খবর কালিম্পং এবং কার্শিয়াং এ । এমনকি খুশি মিরিকবাসিও। উপার্জন বাড়লে সবাই তো খুশি হবে, এমনটাই জানিয়েছেন পর্যটন ব্যবসার সাথে যুক্ত এবং জড়িতরা। তারা এও বলেন সারা বছর আমরা এই সময়ের দিকেই তাকিয়ে থাকি, যদি মানুষ আসে তা হলেই তো আমাদের আনন্দ।


