উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অস্থায়ী নিয়োগ নিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি যুব মুক্তিমোর্চা
নিজস্ব সংবাদদাতা : স্থায়ী কর্মী নিয়োগ নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় তুমুল বিক্ষোভ দেখালো বিজেপি যুব মুক্তি মোর্চা। জানা গিয়েছে ২রা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন ছুটি থাকা সত্ত্বেও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে।অভিযোগ, প্রাক্তন রেজিস্ট্রার তার কার্যকালের শেষ দিনে অনৈতিকভাবে বেশকয়েকজন অস্থায়ী কর্মী নিয়োগ করেছেন।এর প্রতিবাদে আজ বিক্ষোভে জামিল হন বিজেপি যুব মোর্চার সদস্যরা।এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট থেকে মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থানে বিক্ষোভ করেন তারা।
এই বিষয়ে বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস জানান, নিজের কার্যকালের শেষদিনে প্রাক্তন রেজিস্ট্রার অবৈধভাবে কর্মী নিয়োগ করেছেন।স্থানীয় তৃণমূলের নেতাকর্মীদের তৈরি করা প্যানেল নিয়ে এই নিয়োগ করা হয়েছে বলে বিষ্ফোরক অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, এই নিয়োগে কোনো নোটিশ জারি করা হয়নি এবং টাকার বিনিময়ে এই কাজ হয়েছে।গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান হয়েছে ।এই ঘটনায় রেজিস্ট্রারের হস্তক্ষেপ কামনা করে রাজ্যপালকে স্মারকলিপি পাঠানো হবে বলেও জানান তিনি।