উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পরিদর্শনে মেয়র গৌতম দেব, শুধু পরিদর্শনই নয় রোগী দের সাথে কথা বললেন তিনি
নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ পরিদর্শনে আজকে মেয়র গৌতম দেব, শুধু পরিদর্শনী করলেন না রোগীদের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধার কথা জানলেন। মেয়র উত্তরবঙ্গ মেডিকেল কলেজে গোটা প্রান্তর ঘুরে দেখেন। তিনি জানান আরজি করের ঘটনার পর থেকেই প্রতিবাদে নেমেছেন ডাক্তারেরা, আর সমস্যায় পড়ে যাচ্ছেন বারবার রোগীরা এবং রোগীদের আত্মীয়-স্বজনেরা। চিকিৎসা হচ্ছে না তাদের, ফলে প্রচন্ডভাবে চিন্তা এবং সমস্যায় থাকছেন তারা এবং তাদের আত্মীয় এবং পরিজনেরা।
এদিন এদের মেয়র অনেক রোগীর সাথে কথা বলেন তা কোথা থেকে আসছে জানতে চান, তারা কি চিকিৎসা করাতে পারছেন না না করেই ফিরে যাচ্ছেন সেটাও জানতে চান মেয়র। এরপরেই মেয়র ডাক্তারদের সাথে কথা বলেন, এবং সাংবাদিকদের জানান ডাক্তারদের আদেশ করা আমার কাজ নয়, আমি শুধুমাত্র আলোচনা করতে পারি এবং অনুরোধ করতে পারি, কারণ যে ঘটনা ঘটে গেছে আরজি করে তার সাথে কোন ঘটনার মিল নেই, মানুষ যে প্রতিবাদ করবেন এটাই তো স্বাভাবিক, ডাক্তারের ব্যাপার যিনি চলে গেছেন তিনি একজন ডাক্তার, কাজে ডাক্তারদের মধ্যে একটা নিরাপত্তা হীনতার সৃষ্টি হয়েছে, এখানে আমি গিয়ে কিছু বলতে পারি না, অথবা এটা আমার হাতের মধ্য নেই আমি শুধু এখানে আসলাম একটাই কারণে আমি ডাক্তারদের সাথে কথা বলে শুধুমাত্র অনুরোধ করতে পারি। এছাড়া ডেঙ্গু এসেছে ডেঙ্গু নিয়ে আতংক ছাড়িয়েছে গোটা শিলিগুড়িতে, তাই আমি দেখতে আসলাম বর্তমান পরিস্থিতি কি আছে। এদিন মেয়র নির্দেশ দিলেন আধিকারিকদের যতটা পারা যায় আবর্জনা পরিষ্কার করতে।