উর্দু লেখা প্যাকেট উদ্ধার হল ফ্ল্যাট থেকে , নিউটউন এনকাউন্টারে ক্রমশ জোরাল হচ্ছে পাক-যোগের সম্ভাবনা
বেস্ট কলকাতা নিউজ :সময় যত এগোচ্ছে, ততই রহস্যের পরত একে একে খুলছে নিউটাউন এনকাউন্টারের ঘটনায়। পাঞ্জাব থেকে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে বাংলায় ঢুকে নিহত দুই পাঞ্জাবি গ্যাংস্টার জয়পাল এবং জসপ্রীত সোজা নিউটাউনের ‘সুখবৃষ্টি’ আবাসনে গা ঢাকা দিয়েছিল, এমনটা নয়। মাঝে পশ্চিম মেদিনীপুরের পিংলায় তারা কাটিয়েছে বেশ কিছু সময়। তদন্তকারীদের হাতে আসা সূত্র বলছে, পিংলা থেকে মোবাইলের সিমকার্ড তোলা হয়েছিলজনৈক আকাশ পালের নামেই। সেটাই পরবর্তীতে ব্যবহার করা হয় সুমিত কুমারের নামে।ইতিমধ্যেই শুরু হয়েছে নিহতদের দেহ হস্তান্তরিত করার প্রক্রিয়াও। জয়প্রীতের বাবা ভূপিন্দর সিং ভুল্লার কলকাতায় এসেছিলেন বৃহস্পতিবার রাতেই। আর আরেক নিহত জয়পালের পরিবারের সদস্যরা শহরে এলেন শুক্রবার সকালেই। টেকনো সিটি থানা থেকে নিয়ম মেনে তাঁরা ফিরবেন দেহ নিয়ে।
বুধবার বিকেলে দুই কুখ্যাত গ্যাংস্টার জসপ্রীত ও জয়পাল ঝাঁজরা হয়ে গিয়েছিলো নিউটাউনের ‘সুখবৃষ্টি’ আবাসনে রাজ্য পুলিশের এসটিএফের গুলিবৃষ্টিতে। ২০১ নং ফ্ল্যাটে তারা যেখানে ভাড়া ছিল, তদন্তকারীরা উর্দু ভাষায় লেখা ক্যারিব্যাগ উদ্ধার করেছে সেখানে তল্লাশি চালিয়ে। তাতেই ক্রমশ দানা বাঁধছে পাক-যোগ সন্দেহ। তদন্তকারী সূত্রে খবর প্যাকেটটিতে করাচির একটি ঠিকানা লেখা রয়েছে বলেও। তবে কি এদের পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল? এমনি এক প্রশ্ন উঠেছে তদন্তকারীদের মনে। এমনিতেই এরা পরিচিত আন্তর্জাতিক মাদক পাচার চক্রের দুই কুখ্যাত দুষ্কৃতী বলেই । ফলে গোয়েন্দারা মনে করছেন পাক যোগ থাকা খুব অস্বাভাবিক নয় বলেই । শুক্রবার সকালে টেকনো সিটি থানায় ডেকে প্রায় ৩ ঘণ্টা ধরে জেরা করা হয় ফ্ল্যাটটির প্রকৃত মালিক আকবর আলিকে। বেরিয়ে তিনি জানান, সবরকম সহযোগিতা করবেন তদন্তের কাজে।