“এই অপারেশন চলতে থাকুক সব জঙ্গি নিকেশ না হওয়া পর্যন্ত”, ক্ষোভে গর্জে উঠলেন পহেলগাঁও হামলায় নিহত আইবি অফিসারের ভাই
বেস্ট কলকাতা নিউজ : পহেলাগাঁও হত্যালীলার বদলা। পাকিস্তানে ঢুকে একেবারে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত। নিকেশ ১০০ জঙ্গি। বদলার খবর আসার পরেই খুশি ঝালদার জঙ্গিদের গুলিতে নিহত আইবি অফিসার মণীশরঞ্জন মিশ্রার পরিবার। তাঁর ভাই বললেন, “এই ধরনের অপারেশন লাগাতার চলতে থাকুক, যতক্ষণ না সব জঙ্গি একেবারে শেষ হয়ে যায়! পাকিস্তানের ওপর এমন হামলা হোক, যাতে দ্বিতীয়বার এই ধরনের জঘন্য কাজ করতে ওরা না পারে।”

কথাগুলোর বলার সময়ে অফিসারের ভাইয়ের চোখ ছলছল করে ওঠে। তিনি জানান, যখন তাঁর দাদার ছবি সামাজিক মাধ্য়মে ছড়িয়ে পড়েছিল, তাতে অনেকে এমন রয়েছেন, যাঁরা এসে কমেন্ট করেছিলেন, পাকিস্তান ‘থ্য়াঙ্ক ইউ’, হাসির ইমোজি দিয়েছিলেন। সাইবার সেলের কাছে তাঁর অনুরোধ, সেই সমস্ত ব্যক্তিদেরও খুঁজে খুঁজে বার করে শেষ করে দিক ভারত। তিনি বললেন, “আমার দাদা চলে গিয়েছে, দাদাকে তো আর ফিরে পাব না, কিন্তু ভারত সরকার এমন কিছু করুক, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে!” উল্লেখ্য , গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত হন পুরুলিয়ার বাসিন্দা মণীশ রঞ্জন। তিনি আইবি পদে কর্মরত, পোস্টিং ছিল হায়দরাবাদে। মণীশকে তাঁর স্ত্রী, পুত্রের সামনেই গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিরা। ছুটিতে পরিবারকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন মণীশ। আর সেটাই চরম কাল হয়েছিল মনীশের।