একটা দুটো নয়, ৪৫ টি গোপাল রয়েছে বাড়িতে, আজও নীরবে পূজো করে যান শিলিগুড়ির বাসিন্দা সুকুমার ভাদুড়ী
নিজস্ব সংবাদদাতা : একটা নয় দুটো নয়, গত ১৫ বছর ধরে ৪৫টি গোপাল রেখেছেন বাড়িতে। কথাটা অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। সেভাবেই পূজো করে যান সুকুমার ভাদুড়ী এবং অরুনা ভাদুড়ি, তারা জানান গত ১৫ বছর ধরে গোপাল বাড়িতে এনেছেন। কিভাবে সব কিছু ঠিকঠাক রাখেন? এই প্রসঙ্গে তারা জানান সবকিছুই ভগবানের আশীর্বাদ। আজকে আমি সব করে যাচ্ছি, গোপালকে ঠিকমতো খাওয়ানো, গোপালকে শুইয়ে দাওয়া এবং অন্যান্য জিনিস। সুকুমার বাবুর ঘরে গিয়ে দেখা গেল ঠাকুর ঘরে শুধুই গোপাল। তিনি জানান আমার মেয়ে যখন মাধ্যমিক দিয়ে ছিল তখন থেকেই আমি গোপাল কিনতে শুরু করি, সেখান থেকে আজকে এখানে দাঁড়িয়েছে ব্যাপারটা। ভালো লাগে, ভগবানের আশীর্বাদ আছে বলেই তো এত কাজ একসাথে করতে পারি। সংসার করছি, মেয়েদের লেখাপড়া শিখিয়ে বড় করেছি, দেশে বিদেশে গেছি, ভগবানেরও আরাধনা করছি। সুকুমার বাবু এবং অরুনা ভাদুড়ি দুজনেই জানান আমাদের এতে কোন সমস্যা তৈরি হয় না। ঈশ্বর আমাদের শক্তি দেন, ওই শক্তি নিয়ে আমরা আজ এগিয়ে চলেছি।

জন্মাষ্টমী, এদিন সুকুমার বাবুর বাড়িতে ছিল বিরাট এক আয়োজন। এদিন সন্ধ্যায় একে একে ৪৫ জন গোপালের আরাধনা হয় তার বাড়িতে । সত্যিই অবিশ্বাস্য কীর্তি করে চলেছেন সুকুমারবাবু এবং তার স্ত্রী , যেটা ভাবাই অসম্ভব। সুকুমারবাবু নিজে জানান আমি বাজার করি, আর ঘরের কাজগুলো আমার স্ত্রী করে। ঠাকুরকে দেখা ঠাকুরের জন্য প্রসাদ অন্যান্য কিছু সব আমার স্ত্রী করেন। বলতে পারেন এটাই আশীর্বাদ জানালেন সুকুমার বাবু এবং তার স্ত্রী। ভগবানের আশীর্বাদই আমরা এগিয়ে যাব। এমনটাই জানালেন তারা।