একটু সন্ধ্যা নামলেই বাড়ে বাইকের দাপট , রাস্তায় চলাচলই দায় হয়ে পড়ে শহর শিলিগুড়িতে
শিলিগুড়ি : শীতের শহর শিলিগুড়ি, একটু সন্ধ্যা নামলেই রাস্তায় চলা ফেরাই দায় হয়ে পড়ে শহর শিলিগুড়িতে। শহর শিলিগুড়িকে ট্রাফিক জ্যামের সাথে নিয়মিত ভাবে চরম সমস্যায় ফেলে দিয়েছে বাইক চালক ও আরোহীরা। সন্ধ্যার পরে সাধারণ পথচারীদের চলাফেরা করাই সমস্যার হয়ে যায় এদের কারণে। কিভাবে সবাই চলাফেরা করতে পারবেন এটাই এখন প্রশ্ন সকলের । শহর শিলিগুড়িতে এখন মূলত রেকর্ড পরিমাণ বাইক চলাচল করে। উত্তরবঙ্গের কোন শহরেই যা একেবারেই নেই। গত ১০ বছরে রেকর্ড পরিমাণ বাইক চলাচল বৃদ্ধি পেয়েছে শিলিগুড়িতে। আর সমস্যায় পড়েছেন পথ চলতি মানুষেরা।
এদিকে সন্ধ্যা থেকে রাত্রি ৮ঃ০০ টা পর্যন্ত বাইক চলাচলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন বহু সাধারণ মানুষজন । শিলিগুড়ি শহরের এই সমস্যা আজকের নয়। চলাচল করতে গিয়ে যারা চরম সমস্যায় পড়ছেন , তারাই একমাত্র জানেন কিভাবে সন্ধ্যাবেলা চলাচল করতে হয় এই শহর শিলিগুড়িতে। দিনের পর দিন অবস্থা আরো খারাপ হচ্ছে শহর শিলিগুড়িতে।