একদিকে জলে ভাসছে কলকাতা, অপরদিকে উত্তরবঙ্গ তৈরী হচ্ছে নতুনভাবে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : একদিকে যখন জলে ভাসছে কলকাতা তখন উত্তরবঙ্গ তৈরী হচ্ছে নতুনভাবে। এদিকে বৃষ্টি থাকায় অসম্পূর্ণ প্যান্ডেলের কাজ সম্পূর্ণ করতে তোরজোর কাজ করে চলেছেন কর্মীরা। এমনকি প্যান্ডেলের কাজ শেষ হলেই আবার জোরকদমে শুরু হয়ে যাবে আলোকসজ্জার কাজ। আর মাত্র কিছু মুহূর্তের অপেক্ষা , তারপরেই হয়তো কাতারে কাতারে মানুষ বের হবেন রাস্তায়। এদিকে আবার শিলিগুড়ি সব মণ্ডপ গুলি এখনো কাজ শেষ করে উঠতে পারেনি বৃষ্টির কারণে, আবহাওয়া দপ্তর থেকে পাওয়া পূর্বাভাসে জানা গেছে সম্ভাবনা না থাকলেও আকাশ ভার করে থাকতে পারে। পুজোর কটা দিন যাতে ঝলমলে থাকে সেটা তো সবাই চান। এখনো অনেকে পরিবারের জন্য বাজার শেষ করে উঠতে পারেননি, তাই এদিন বাজারে অস্বাভাবিক ভিড় নজরে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *