“একদিকে পুরোহিত অন্যদিকে শিক্ষক ভালোই উপভোগ করছি আমি”, এমনটাই জানালেন সুকুমার ভাদুড়ী
নিজস্ব সংবাদদাতা : একদিকে করছেন পুরোহিতের কাজ অন্যদিকে শিক্ষকতা, আমি দুটোই উপভোগ করছি জানালেন সুকুমার ভাদুরী তিনি জানালেন আমি ছোট থেকেই, শিখে গেছি সব কিছু কাজেই এখন আর আমার অসুবিধা হয় না। শিক্ষকতা এবং পৌরহিত আমার কাছে পুজোর মতন, এমনটাই জানালেন সুকুমার ভাদুড়ী , তিনি আরো বলেন আমার জীবনের দর্শন একটাই যা কিছু করব সেটা সৎ ভাবে করব।
আমার কাছে আরেকটা ব্যাপারও আছে আপনি যেই কাজই করুন না কেন, আপনার পরিবার যদি আপনার সাথে থাকে তবে আপনার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে, আমি খুব সৌভাগ্যবান আমি আমার পরিবারকে পাশে পেয়েছি। বহু সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া আমার কাছে জানতে চেয়েছে আমার এইভাবে সাফল্যের রহস্য কি, আমি একটাই উত্তর দিয়েছি শুধুমাত্র অধ্যাবসায়। কারণ তুমি যেই কাজই করো না কেন, মনোযোগ দিয়ে তোমাকে কাজ করে যেতে হবে। তবেই সাফল্য আসবে, আজ আমার হাতে তৈরি হওয়া ছাত্র এবং ছাত্রীরা যখন জীবনে প্রতিষ্ঠা পেয়েছে, এবং ভালো চাকরি পেয়েছে , তখন আমার মনে হয়েছে আমি জীবন যুদ্ধে জিতে গেছি। আবার অন্যদিকে দেখতে গেলে, আমার পুরোহিতের জীবন ও যথেষ্ট সাফল্যের সাথে জড়িয়ে আছে। আমি জানি সেটা। আমি কোন অহংকার করি না, আমার জীবনে একটাই দর্শন মানুষকে কষ্ট দিও না। তাহলে তার ফল পেতে হবে। সুকুমার ভাদুড়ি আরো জানান, সবকিছু করো কিন্তু সৎ ভাবে কর। অসৎ পথে কিছু করলে, আমার কাজ হবে না, এটুকু জানি এবং মানি। আর সেই ভাবেই আমি জীবনের পথে এগিয়ে চলেছি বলেও জানান সুকুমার ভাদুড়ী।