একলাখি ফোন ছিনিয়ে একলাফে সোজা কার্নিশে উঠল বাঁদর, ভিডিয়ো ভাইরাল হল সোশ্য়াল মিডিয়ায়
বেস্ট কলকাতা নিউজ : বাঁদরের কীর্তিতে পথে বসতে চলেছিলেন এক ব্যক্তি। তার Samsung S25 Ultra ফোনটি ছিনিয়ে নিয়ে কার্নিশে উঠে পড়ল বাঁদর। ফোনের দাম দেড় লাখের মতো। নীচে দাঁড়িয়ে অনেক কাকুতি মিনতি করেও কোনও লাভ হয়নি। শেষপর্য়ন্ত বাঁদর রাজী হল বিশেষ এক মন্ত্রে। ফেলে দিল Samsung S25 Ultra ফোন। এরকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। অবাক করা ঘটনাটি ঘটেছে বৃন্দাবনে।

কার্তিক রাঠোর নামে এক ব্যক্তি ওই ভিডিয়ো পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। সেখানে দেখা যাচ্ছে কার্নিশের উপরে ফোন হাতে বসে রয়েছে বাঁদর। আর নীচে অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছেন তিন ব্যক্তি। তারা অনেক চেষ্টা করছে যাতে বাঁদর ফোনটি ছেড়ে দেয়। নীচে থেকে উপরে ছোড়া হচ্ছে একের পর এক জিনিস। কিন্তু শেষপর্যন্ত একটি ম্যাঙ্গো ড্রিংসের প্যাকেট আঁকড়ে ধরল বাঁদর। ছেড়ে দিল ফোন। সেই ফোন লুফে নিয়ে অবশেষে হাঁফ ছেড়ে বাঁচলেন স্বয়ং মালিক।